For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা আতঙ্কে চিনে বন্ধ সামুদ্রিক মাছের রপ্তানি, আশঙ্কায় দিঘার মৎস্যজীবীরা

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের থাবায় সামুদ্রিক মাছের রপ্তানি প্রায় বন্ধ দিঘা থেকে শুরু করে চিনের সমুদ্রেও। করোনা আতঙ্কে সমুদ্র থেকে মৎস্যজীবীদের জালে ধরা পড়া বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছের রপ্তানির উপরে প্রবল প্রভাব ফেলেছে করোনা আতঙ্ক।

সম্পূর্ণ বন্ধ চিনের রপ্তানি

সম্পূর্ণ বন্ধ চিনের রপ্তানি

সবচেয়ে বেশি প্রভাব পড়েছে শুধুমাত্র সেই সমস্ত মাছ গুলির উপর যেগুলি প্রধানত চিনেই পাঠানো হত। করোনা আতঙ্কে মাছের রপ্তানি পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় ক্যাটলফিশ (ছিপি), অক্টোপাস, ইসকুইট, রিবনফিস থেকে নানা ধরনের চিংড়ি, পাতা মাছ (শোল ফিস), ব্ল্যাক ইল্( বাম মাছ), ইয়োলো ইল্, চাইনিজ পমফ্রেট-সহ এই মাছ গুলি কেবলমাত্র চিনেই পাঠানো হয়ে থাকে।

লোকসানের মুখে মৎস্যজীবীরা

লোকসানের মুখে মৎস্যজীবীরা

করোনা নিয়ে সতর্কতার কারণে বেশ কিছুদিন এইসব সামুদ্রিক মাছ রফতানি বন্ধ হয়ে গিয়েছে। বিশেষ করে রাজ্যের অন্যতম বৃহৎ মৎস্য নিলাম কেন্দ্র শঙ্করপুর, দিঘার মৎস্যজীবিরা লোকসান ও চরম সঙ্কটের মুখে পড়েছেন।

গোটা বছর ধরেই মন্দা মৎস ব্যবসায়

গোটা বছর ধরেই মন্দা মৎস ব্যবসায়

দিঘা ফিশারম্যান এবং ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তা এবং মৎস্যজীবীরা জানাচ্ছেন, এবছর সমুদ্রে মাছের আকাল চলছে তার উপর যৎসামান্য যেটুকু মাছ ধরা পড়ছে সেগুলো বিদেশে রফতানি করে কিছুটা লাভের মুখ দেখছিলেন, কিন্তু করোনা ভাইরাসের জন্য বিদেশে রফতানি বন্ধ হয়ে যাওয়ায় ওইসব মাছের দাম পাওয়া যাচ্ছে না। পাশাপাশি চিনে যে ধরনের মাছ রফতানি হতো সেগুলি এখানকার বাজারে বিক্রি হয় না। তাই কেউ কেউ স্টোরে রাখছেন বা নষ্ট করে দিতে বাধ্য হচ্ছেন।

English summary
Coronavirus cuts off sea-fish exports to China from Digha
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X