For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দীর্ঘদিন পর বাংলায় একশোর বেশি করোনা পজিটিভ কেস, গত চারদিনে মৃত্যুহীন বাংলা

দীর্ঘদিন পর বাংলায় একশোর বেশি করোনা পজিটিভ কেস, গত চারদিনে মৃত্যুহীন বাংলা

Google Oneindia Bengali News

‌বৃহস্পতিবারই এ রাজ্যে ৯৫ জন করোনা পজিটিভ রোগীর সন্ধান পাওয়া গিয়েছিল। শুক্রবার তা আর বেড়ে দাঁড়াল একশো। গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে পজিটিভ করোনা ভাইরাস কেসের সংখ্যা ১০৭। বহুদিন পর এ রাজ্যে একশোর বেশি করোনা আক্রান্তের দেখা মিলল। এই নিয়ে মোট করোনা পজিটিভ রোগীর সংখ্যা এসে থামল ২০, ২০,০৩৪। তবে গত তিনদিনের মতো এদিনও কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

দীর্ঘদিন পর বাংলায় একশোর বেশি করোনা পজিটিভ কেস, গত চারদিনে মৃত্যুহীন বাংলা

শুক্রবার করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪৯ জন, এই নিয়ে মোট সুস্থতার সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৯৮.‌৯২ শতাংশ। তবে করোনার বিপদ যে এখনও সম্পূর্ণভাবে কাটেনি তা দৈনিক কেসের গ্রাফই জানান দিচ্ছে। এরকম পরিস্থিতিতে বারংবার মাস্ক পরে থাকার পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার রাতেই ৯৫টি করোনা ভাইরাসের কেস সামনে এসেছে।

তথ্য অনুযায়ী মহারাষ্ট্রে সবচেয়ে বেশি করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। এরপর কেরলের ২১৯৩, দিল্লিতে ৬২২, কর্নাটকে ৪৭১ এবং হরিয়ানাতে ৩৪৮ জন করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। দেশে মোট করোনা আক্রান্তের ৮৫% এই পাঁচ রাজ্যের মধ্যে ঘোরাফেরা করছে। যেখানে একাই মহারাষ্ট্রের ৩৭.৯০% করোনা রোগীর সংখ্যা হদিশ মিলেছে। এই পাঁচ রাজ্যকে কেন্দ্রের পক্ষ থেকে ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে।

২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ৭,৫৮৪ জন! চিন্তা বাড়াচ্ছে বাংলার সংক্রমণও ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ৭,৫৮৪ জন! চিন্তা বাড়াচ্ছে বাংলার সংক্রমণও

ভারতে করোনা বৃদ্ধির মামলায় কেন্দ্র সরকার রাজ্যকে সতর্ক থাকতে বলেছে। বৃহস্পতিবার দেশে সাত হাজারের বেশি মামলা সামনে এসেছে। কেন্দ্রে স্বাস্থ্য সচেতন থাকতে দেশের সমস্ত রাজ্যকে চিঠি লেখা হয়েছে। চিঠিতে বলা হয়েছে যে করোনা বিধি পালন করুন এবং টেস্টিং এবং মাস্ক পরে থাকা বিধি জারি রাখতে বলা হয়েছে। বৃহস্পতিবার করোনায় ৭ হাজার ৫৮৪ টি মামলার মধ্যে ৮১% মামলা শুধুমাত্র এই চারটি রাজ্যের পাওয়া গিয়েছে।

English summary
coronavirus case update in west bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X