For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা মোকাবিলায় বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় দিলেন দিলেন ৮ কোটি

করোনা মোকাবিলায় বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় দিলেন দিলেন ৮ কোটি

  • |
Google Oneindia Bengali News

বছরভর রাজনীতির কচকচানি, অভিযোগের পাল্টা অভিযোগ থাকলেও করোনা মোকাবিলায় দলমত নির্বিশেষে এগিয়ে এসেছে সবাই। একাধিক মন্ত্রী-বিধায়ক-সাংসদ কেউ নিজেদের ব্যক্তিগত অর্থ, কেউবা বিধায়ক বা সাংসদ এলাকার উন্নয়ন তহবিল থেকে অর্থ দান করছে করোনার সাহায্যার্থে। সেই সাহায্যেও রয়েছে প্রতিদ্বন্দ্বীতা। সকলকেই ছাড়িয়ে নিজের সাংসদ তহবিল থেকে ৮ কোটি টাকা ও ব্যাক্তিগত এক মাসের বেতন অনুদান দিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়।

করোনা মোকাবিলায় বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় দিলেন দিলেন ৮ কোটি

করোনা প্রতিরোধে সাংসদ তহবিল থেকে রূপা গঙ্গোপাধ্যায়ের ৮ কোটি টাকা অনুদানে খুশি সাধারণ মানুষ। ইতিমধ্যেই এই বিশেষ তহবিলে জমা করার পদক্ষেপও নিয়েছেন তিনি। আগামী দিনে তার এই পদক্ষেপ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিদের উদ্বুদ্ধ করবে বলেই মত রাজনৈতিক মহলের।

জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের জন্য তার অনুদান 5 কোটি টাকা। রাজ্যের জরুরি ত্রাণ তহবিলে ১ কোটি। করোনা জন্য একমাত্র হাসপাতাল বেলেঘাটা আইডির জন্য 50 লক্ষ টাকা। সালবনি সুপার স্পেশালিটি হাসপাতাল এর জন্য ৫০ লক্ষ টাকা। এমসিডি উত্তর দিল্লির জন্য 50 লক্ষ টাকা। দক্ষিণ পূর্ব দিল্লির জন্য 10 লক্ষ টাকা এবং দক্ষিণ 24 পরগনা জেলার উন্নয়ন প্রকল্পে 50 লক্ষ টাকা।

এ বিষয়ে রূপা গঙ্গোপাধ্যায় সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ওয়ান ইন্ডিয়াকে জানান, টাকা তো আমার নয়। সাধারণ মানুষের টাকা। সাধারণ মানুষের কাজেই খরচা করতে দিয়েছি। আমি শুধু সুযোগ পেয়েছি টাকা দেওয়ার। আমার সেই ক্ষমতাটুকু দেওয়া হয়েছে তাই আমি সাধারণ মানুষের জন্য শুধু সেটুকু করেছি।

তিনি আরও জানান, যেখানে ভয়ানক বিপদের সম্মুখীন গোটা দেশ সেখানে মানুষের জন্য এটুকু করতে পেরে আমি গর্বিত। আমি শুধু খতিয়ে করে দেখেছি কোন কোন জায়গায় টাকা দেওয়া দরকার সেই সেই জায়গাতেই টাকা দিয়েছি শুধুমাত্র স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতির জন্য।

উল্লেখ্য, করোনা-যুদ্ধে দেশকে পথ দেখিচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি রাজ্যে আপদকালীন ত্রাণ তহবিল গড়েছেন অনেক আগেই। দেশে সেরকম একটি ত্রাণ তহবিল গড়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপির কিছু সাংসদ বিভিন্ন জেলাশাসককে সাংসদ তহবিল থেকে করোনা মোকাবিলায় পরিকাঠামো তৈরিতে টাকা দেওয়ার কথা দলের টুইটারে জানিয়েছিলেন। তবে দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা জানিয়েছেন তিনি ১ কোটি টাকা দেবেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে।

কলকাতা দক্ষিণের সাংসদ মালা রায় সাংসদ তহবিল থেকে ১ কোটি ১০ লক্ষ টাকা দিয়েছেন রাজ্যে ত্রাণ তহবিলে। ঘাটালের সংসদ দীপক অধিকারী নিজের সংসদ তহবিল থেকে এলাকার জন্য ১ কোটি টাকার আর্থিক অনুদানের কথা ঘোষণা করেন। শ্রীরামপুরের সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংসদ তহবিল থেকে ৫০ লক্ষ টাকা দিয়েছেন।

সর্বনিম্ন বসিরহাটের সাংসদ নুসরত জাহান ৩০ লক্ষ টাকা টাকা দিয়েছেন সাংসদ তহবিল থেকে এবং ব্যক্তিগতভাবে ১ মাসের বেতন দিয়েছেন। এছাড়াও আরও সাংসদ বিধায়ক ও স্থানীয় নেতানেত্রীরা রয়েছেন যারা এগিয়ে এসে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন বিভিন্ন সাহায্য নিয়ে।

English summary
Coronavirus , BJP Leader Rupa Ganguly donates money for covid 19 relife fund
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X