কলকাতার করোনা সংক্রমণ এক লক্ষ অতিক্রান্ত, তালমিলিয়ে বাড়ছে উত্তর ২৪ পরগনাও
কলকাতার করোনা সংক্রমণ এক লক্ষ ছাড়িয়ে গেল। সমানে তালমিলিয়ে বেড়ে চলেছে উত্তর ২৪ পরগনার করোনা সংক্রমণও। কলকাতা-উত্তর ২৪ পরগনা দৈনিক সংক্রমণও সেই ৮০০-র উপরে। হাওড়াকে টপকে দক্ষিণ ২৪ পরগনা তিন নম্বর স্থানে উঠে এসেছে। সোমবার কলকাতা ও উত্তর ২৪ পরগনায় কমল সক্রিয়ের সংখ্যা।


কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
এদিন বাংলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৫৫৭। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৮৪৭। উত্তর ২৪ পরগনায় ৮০৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা সক্রিয়ের সংখ্যা ফের একটু কমেছে। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ২৫১৫ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ১৯০১।
একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
সোমবার পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ১০০৭০। শুধু এদিনই কলকাতায় ৮৪৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ২৫১৫ জনের। এদিন মৃত্যু হয়েছে ১০ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৯১৩৬৩ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৬৮৭৮ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৮৬৯ জন।
উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৯৫০৭৮ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৮০৩ জন। মৃত্যু হয়েছে মোট ১৯০১ জনের। এদিন মৃত্যু হয়েছে ১৩ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৮৬৬০৩ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৬৫৭৪ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৮৪৫ জন।
হাওড়া-হুগলি ও দক্ষিণ ২৪ পরগনা
দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে উঠে এসেছে। দক্ষিণ ২৪ পরগনায় ২৬০ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৩০৩১৫। হাওড়ায় মোট আক্রান্ত এখন পর্যন্ত ২৯৯৯৪। এদিন আক্রান্ত হয়েছেন ১৭২ জন। আর এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৮৪৮ জন। এদিন মৃত্যু হয়েছে ৩ জনের। হুগলিতে ১৯৩ জন বেড়ে আক্রান্ত ২৩৭৩৫ জন।
অন্যান্য জেলায় করোনা পরিসংখ্যান
এছাড়া আলিপুরদুয়ারে ৭০৮৯, কোচবিহারে ১০৩১২, দার্জিলিংয়ে ১৪৫৯৯, কালিম্পংয়ে ১৭০৮, জলপাইগুড়িতে ১১৭৬৯, উত্তর দিনাজপুরে ৫৫৬৪, দক্ষিণ দিনাজপুরে ৭৬৭৪, মালদহে ১১৭৬৯, মুর্শিদাবাদে ১০৪৭৪, নদিয়ায় ১৬৮৪৫, বীরভূমে ৭৬৪৮, পুরুলিয়ায় ৫৯৩৮, বাঁকুড়ায় ৯৪৮৭, ঝাড়গ্রামে ২৪১১, পশ্চিম মেদিনীপুরে ১৭৪৪১, পূর্ব মেদিনীপুরে ১৭৫৬০, পূর্ব বর্ধমানে ৯৭৭৪, পশ্চিম বর্ধমানে ১২৫২২ জন মোট আক্রান্ত হয়েছেন। মোট ৬৬ জন আক্রান্ত হয়েছেন অন্যান্য রাজ্যের বাসিন্দা।