For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা সংক্রমণে নয়া রেকর্ড বাংলায়! উদ্বেগ বাড়িয়ে ২৪ ঘণ্টায় সর্বাধিক আক্রান্ত

বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা নয়া রেকর্ড গড়ল আবার। মোট আক্রান্ত ও মৃতের সংখ্যা সর্বাধিক হল রবিবার।

Google Oneindia Bengali News

বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা নয়া রেকর্ড গড়ল আবার। মোট আক্রান্ত ও মৃতের সংখ্যা সর্বাধিক হল রবিবার। ২৪ ঘণ্টার নিরিখে এই সর্বাধিক সংক্রমণে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৪৪ হাজার ৭৬৯ জনে। এর মধ্যে সবথেকে উদ্বেগজনক পরিস্থিতি কলকাতা, উত্তর ২৪ পরগনা-সহ পাঁচ জেলার।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ২২৮২ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ৪২ হাজার ৪৮৭ জন। এদিন ২২৮২ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ হাজার ৭৬৯ জনে। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১১৪৭। এদিন মৃত্যু হয়েছে ৩৫ জনের।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

এদিন রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ৪৪ হাজার ৭৬৯ জনের মধ্যে এই মুহূর্তে চিকিৎসাধীন ১৭,২০৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়ে ছাড়া পেয়েছেন ১৫৩৫ জন। মোট করোনা মুক্ত হলেন ২৬ হাজার ৪১৮ জন। সুস্থতার রেট হয়েছে ৫৯.০১ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ৭ লক্ষ ১৬ হাজার ৩৬৫ জনের। ৫৪টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ৭৯৬০। এদিন টেস্টিং হয়েছে ১৩০৮১ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ৬.২৫ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

আক্রান্তের হার কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলি-সহ আট জেলায় উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ১৩৯৮৯। এদিন ৬৪৫ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৯১৫০ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৫৭৪ জন। তারপরেই আছে হাওড়া, হাওড়ায় আক্রান্ত ৫৩১৯ । এদিন আক্রান্ত হয়েছেন ২১৩ জন। তারপরের স্থানে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। এদিন ১৬৪ জন বেড়ে হয়েছে ৩৪০৪। হুগলিতে ১৮১ জন বেড়ে আক্রান্ত ২২২৪ জন। মালদহে ৮১ জন বেড়ে আক্রান্ত ১৭৯৬। দার্জিলিংয়ে ৪৩ জন বেড়ে আক্রান্ত ১৩৪৫ জন।

English summary
Coronavirus affected is record increased in West Bengal on July 20. Almost 23 hundreds in 24 hours are affected and death toll are increased in 35 in West Bengal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X