For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার উদ্বেগজনক পরিসংখ্যান বাংলায়! গত ২৪ ঘণ্টায় সংক্রমণ ছাড়াল ১৫০০

করোনার উদ্বেগজনক পরিসংখ্যান বাংলায়! গত ১৪ ঘণ্টায় সংক্রমণ ছাড়াল ১৫০০

Google Oneindia Bengali News

বাংলায় করোনা সংক্রমণ একদিনেই ১৫০০ ছাড়িয়ে গেল। এখন পর্যন্ত একদিনে এটাই সবথেকে বেশি। রবিবার করোনার রেকর্ড বৃদ্ধির দিনে মৃত্যুও প্রায় রেকর্ড ছুঁয়েছে। এদিন উদ্বেগজনক হারে বেড়েছে রাজ্যের সংক্রমণ। একদিনে সংক্রমণ রেকর্ড বৃদ্ধিতে সুস্থতার হার ছাপিয়ে করোনা পরিসংখ্যান উদ্বেগ বাড়াচ্ছে বাংলার।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ১৫৬০ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ২৮ হাজার ৪৫৩ জন। এদিন ১৫৬০ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ হাজার ০১৩ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯৩২। এদিন মৃত্যু হয়েছে ২৬ জনের।

 মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

এদিন রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ৩০০১৩ জনের মধ্যে এই মুহূর্তে চিকিৎসাধীন ১০৫০০ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়ে ছাড়া পেয়েছেন ৬২২ জন। মোট করোনা মুক্ত হলেন ১৮ হাজার ৫৮১ জন। সুস্থতার রেট হয়েছে ৬১.৯০ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ৬ লক্ষ ১৭ হাজার ০৭৯ জনের। ৫২টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ৬৮৫৬। এদিন টেস্টিং হয়েছে ১১৪০৩ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ৪.৮৬ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ তিন জেলায়

সংক্রমণে উদ্বেগ তিন জেলায়

আক্রান্তের হার কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলি-সহ আট জেলায় উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ৯৬০৮। এদিন ৪৫৪ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৫৬২৯ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৩৫৭ জন। তারপরেই আছে হাওড়া, হাওড়ায় আক্রান্ত ৩৯৫২। এদিন আক্রান্ত হয়েছেন ১২৭ জন। তারপরের স্থানে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। এদিন ১৬১ জন বেড়ে হয়েছে ২২২৮। হুগলিতে ৫৪ জন বেড়ে আক্রান্ত ১৫২৮ জন। মালদহে ৫৯ জন বেড়ে আক্রান্ত ১১৫৫।

সচিন পাইলটকে কোণঠাসা করছেন গেহলট! জ্যোতিরাদিত্যের টুইট ঘিরে জল্পনাসচিন পাইলটকে কোণঠাসা করছেন গেহলট! জ্যোতিরাদিত্যের টুইট ঘিরে জল্পনা

English summary
Coronavirus affected is record increased in West Bengal on July 12
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X