For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা সংক্রমণ বৃদ্ধিতে লাগাম পরানো যাচ্ছে না কিছুতেই, বাংলায় একদিনে আক্রান্ত ১৩৪৪

বাংলায় করোনা সংক্রমণ রেকর্ড বৃদ্ধি পেল। হাজার পেরিয়ে করোনার হানায়. সংক্রমিত হলেন প্রায় ১২০০। মঙ্গলবার করোনার রেকর্ড বৃদ্ধির দিনে মৃত্যুও প্রায় রেকর্ড

Google Oneindia Bengali News

বাংলায় করোনা সংক্রমণ রেকর্ড বৃদ্ধি পেল। হাজার পেরিয়ে করোনার হানায়. সংক্রমিত হলেন প্রায় ১২০০। মঙ্গলবার করোনার রেকর্ড বৃদ্ধির দিনে মৃত্যুও প্রায় রেকর্ড ছুঁয়েছে। উদ্বেগজনক হারে বেড়েছে রাজ্যের সংক্রমণ। একদিনে সংক্রমণ রেকর্ড বৃদ্ধিতে সুস্থতার হার ছাপিয়ে করোনা পরিসংখ্যান উদ্বেগ বাড়াচ্ছে বাংলার।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ১৩৪৪ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ২৭ হাজার ১০৯ জন। এদিন ১৩৪৪ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৪৫৩ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯০৬। এদিন মৃত্যু হয়েছে ২৬ জনের।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

এদিন রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ২৮৪৫৩ জনের মধ্যে এই মুহূর্তে চিকিৎসাধীন ৯৫৮৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়ে ছাড়া পেয়েছেন ৬১১ জন। মোট করোনা মুক্ত হলেন ১৭ হাজার ৯৫৯ জন। সুস্থতার রেট হয়েছে ৬৩.১১ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ৬ লক্ষ ০৫ হাজার ৩৭০ জনের। ৫২টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ৬৭২৬। এদিন টেস্টিং হয়েছে ১১৪০৩ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ৪.৭০ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ তিন জেলায়

সংক্রমণে উদ্বেগ তিন জেলায়

আক্রান্তের হার কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলি-সহ আট জেলায় উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ৯১৫৪। এদিন ৪১২ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৫২৭২ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৩২৭ জন। তারপরেই আছে হাওড়া, হাওড়ায় আক্রান্ত ৩৮২৫। এদিন আক্রান্ত হয়েছেন ১৩০ জন। তারপরের স্থানে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। এদিন ১৪৯ জন বেড়ে হয়েছে ২০৬৭। হুগলিতে ৫৬ জন বেড়ে আক্রান্ত ১৪৭৪ জন। মালদহেও হাজার পেরিয়েছে আক্রান্ত।

English summary
Coronavirus affected is record increased in West Bengal on July 11. Over 13 hundreds in 24 hours are affected in West Bengal that is record according to one day.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X