For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতায় করোনার সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, জেলার পরিসংখ্যান একনজরে

করোনা সংক্রমণ উদ্বেগ বাড়িয়েই চলেছে। তবু এরই মধ্যে একটু স্বস্তি দিল সোমবারের পরিসংখ্যান। কলকাতা সংলগ্ন পাঁচ জেলাতেও করোনা সংক্রমণ একটু কমল।

Google Oneindia Bengali News

করোনা সংক্রমণ উদ্বেগ বাড়িয়েই চলেছে কলকাতায়। মঙ্গলবারের পরিসংখ্যান আরও আশঙ্কার বার্তা দিল। রাজ্যে করোনা সংক্রমণে খানিক রাশ টানা গেলেও কলকাতার পরিসংখ্যান এদিন অনেকটাই বেশি। কলকাতায় এদিন সংক্রমণ ছড়িয়েছে ৭৫০-এরও বেশি। তবে করোনা পরিসংখ্যানে জেলার পরিস্থিতি অপেক্ষাকৃত কম।

কলকাতায় রেকর্ড সংক্রমণ

কলকাতায় রেকর্ড সংক্রমণ

মঙ্গলবার বাংলায় করোনায় আক্রান্তের সংখ্যা ২১৩৪। এর মধ্যে শুধু কলকাতায় আক্রান্ত হয়েছেন ৭৬৮ জন। তবে কলকাতার করোনা আক্রান্তের সংখ্যা গত দুদিন একটু কমলেও এদিন আবার তা ছাড়িয়ে গেল ৭৫০। করোনা সংক্রমণে কলকাতা উদ্বেগ বাড়িয়েই চলেছে।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

এদিন কলকাতায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯৫৩১ জন। এদিন ৭৬৮ জন আক্রান্ত হয়েছেন শহরে। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৭০৬ জনের। এদিন মৃত্যু হয়েছে ১০ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন ১২৪৯২ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৬৩৩৩ জন।

উত্তর ২৪ পরগনা ও হাওড়া

উত্তর ২৪ পরগনা ও হাওড়া

উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত আক্রান্ত ১৩৩৬৩ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৪৬২ জন। মৃত্যু হয়েছে মোট ৩০৬ জনের। এদিন মৃত্যু হয়েছে ১৮ জনের। হাওড়ায় আক্রান্ত ৭০৭২। এদিন আক্রান্ত হয়েছেন ১৪৫ জন। আর এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১৮৪ জন। এদিন মৃত্যু হয়েছে ৪ জনের।

অন্যান্য জেলায় করোনায় হানা

অন্যান্য জেলায় করোনায় হানা

দক্ষিণ ২৪ পরগনায় ১৭৮ জন বেড়ে হয়েছে ৪৭৩৮। হুগলিতে ১২৮ জন বেড়ে আক্রান্ত ৩০৮৪ জন। এছাড়া আলিপুরদুয়ারে ২৮০, কোচবিহারে ৫৮৯, দার্জিলিংয়ে ১৯৩৯ জন। কালিম্পংয়ে ৮২, জলপাইগুড়ি ১২২০, উত্তর দিনাজপুর ১০৫১, দক্ষিণ দিনাজপুর ১০৩৬, মালদহে ২১২৯, মুর্শিদাবাদ ৭১৪, নদিয়া ৮৯৫, বীরভূম ৪৮৮, পুরুলিয়া ১৯৫, বাঁকুড়া ৬০৬, ঝাড়গ্রাম ২৮, পশ্চিম মেদিনীপুর ১০৪৭, পূর্ব মেদিনীপুর ১৩৭৬, পূর্ব বর্ধমান ৭০৬, পশ্চিম বর্ধমান ৭২৯, আর অন্য রাজ্যের বাসিন্দা ৬৬ জন আক্রান্ত হন।

English summary
Coronavirus affected increases over 750 in Kolkata on July 28. North 24 pargana also is affected in Coronavirus and spread anxiety.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X