For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলায় করোনা সংক্রমণ রেকর্ড ভাঙন স্বাধীনতা দিবসে! স্বস্তি টেস্টিং আর সুস্থতার হারে

বাংলায় একদিনে করোনা সংক্রমণ ছাড়াল তিন হাজারের গণ্ডি। স্বাধীনতা দিবসের আগের দিন শুক্রবার সর্বকালীন রেকর্ড ছুঁল মৃত্যু। এক লক্ষ ১০ হাজার ছাড়িয়ে গেল মোট আক্রান্তের সংখ্যা।

Google Oneindia Bengali News

বাংলায় একদিনে করোনা সংক্রমণ ফের ছাড়াল তিন হাজারের গণ্ডি। শনিবার ফের করোনা সংক্রমণে রেকর্ড হল স্বাধীনতা দিবসে। টেস্টিং বাড়ানোর সঙ্গে সঙ্গে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। মৃতের সংখ্যাও কমার লক্ষণ নেই। এই অবস্থায় একমাত্র স্বস্তি সুস্থতার হারে। সুস্থতার হার বেড়ে প্রায় ৭৪ শতাংশ বাংলায়।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৩০৭৪ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ১ লক্ষ ১০ হাজার ৩৫৮ জন। এদিন ৩০৭৪ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ১৩ হাজার ৪৩২ জনে। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৩৭৭। এদিন মৃত্যু হয়েছে ৫৮ জনের।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

এদিন রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১ লক্ষ ১৩ হাজার ৪৩২ জনের মধ্যে এই মুহূর্তে চিকিৎসাধীন ২৭ হাজার ২১৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়ে ছাড়া পেয়েছেন ২৬৪৭ জন। মোট করোনা মুক্ত হলেন ৮৩ হাজার ৮৩৬ জন। সুস্থতার রেট বেড়ে হয়েছে ৭৩.৯১ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১২ লক্ষ ৮২ হাজার ৪৮৬ জনের। ৬৬টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ১৪২৫০। এদিন টেস্টিং হয়েছে ৩৪২১৪ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ৮.৮৪ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

আক্রান্তের হার কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলি-সহ বেশ কিছু জেলায় উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ৩১৭৫৬। এদিন ৬৭১ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ২৪১০৯ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৬৪২ জন। তারপরেই আছে হাওড়া, হাওড়ায় আক্রান্ত ১১০০৯। এদিন আক্রান্ত হয়েছেন ১৯০ জন। তারপরের স্থানে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। এদিন ১৯০ জন বেড়ে হয়েছে ৮৩২৩। হুগলিতে ১৭৭ জন বেড়ে আক্রান্ত ৫৩৭১ জন। এরপর তিন হাজারের উপরে রয়েছে মালদহ, দার্জিলিং, পূর্ব মেদিনীপুর।

English summary
Coronavirus affected increased in West Bengal with testing increased. Coronavirus affected is crossed three thousands in one day again.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X