For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতা ও উত্তর ২৪ পরগনার করোনা সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী! একনজরে জেলার পরিসংখ্যান

করোনা সক্রিয়ের সংখ্যা ফের বাড়ল কলকাতা ও উত্তর ২৪ পরগনায়। তবে করোনা সংক্রমণের থেকে সুস্থতা বাড়ল এদিনও। সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৫০০০-এর নিচে নেমেছে দুই জেলায়।

  • |
Google Oneindia Bengali News

করোনা সক্রিয়ের সংখ্যা ফের বাড়ল কলকাতা ও উত্তর ২৪ পরগনায়। করোনা সংক্রমণের থেকে শনিবার সুস্থতার সংখ্যাও কম। সক্রিয় করোনা রোগীর সংখ্যা উত্তর ২৪ পরগনায় ফের ৫০০০-এর উপরে চলে গেল। করোনা বুলেটিনে দুই জেলায় উদ্বেগ বাড়িয়ে দৈনিক সংক্রমণও ৫০০-র উপরে। উদ্বেগ মৃতের সংখ্যাতেও।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

এদিন বাংলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩০৪২। উত্তর ২৪ পরগনায় ৫৫৯ জন করোনা আক্রান্ত হয়েছেন একদিনে। কলকাতায় করোনা সংক্রমিত এদিন ৫৪৮। করোনা সংক্রমণে এদিন উত্তর ২৪ পরগনা সবার শীর্ষে। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা এদিন ফের উঠল ৫০০-র উপর।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

শনিবার পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৪২৫৪৩। এদিন ৫৪৮ জন আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৩৬৮ জনের। এদিন মৃত্যু হয়েছে ১৮ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩৭০১২ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৪১৬৩ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৪৭৭ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩৭১২১ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৫৫৯ জন। মৃত্যু হয়েছে মোট ৭৯৭ জনের। এদিন মৃত্যু হয়েছে ১৪ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩১৩১৭ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৫০০৭ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৪৭৩ জন।

হাওড়া-হুগলি ও দক্ষিণ ২৪ পরগনা

হাওড়া-হুগলি ও দক্ষিণ ২৪ পরগনা

হাওড়ায় আক্রান্তের নিরিখে বর্তমানে তিন নম্বরে রয়েছে। হাওড়ায় মোট আক্রান্ত এখন পর্যন্ত ১৪০৮৭। এদিন আক্রান্ত হয়েছেন ১২২ জন। আর এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৪০২ জন। এদিন মৃত্যু হয়েছে ৬ জনের। দক্ষিণ ২৪ পরগনায় ২১৭ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১২২১৭। হুগলিতে ৯৬ জন বেড়ে আক্রান্ত ৮৩৫৯ জন।

অন্যান্য জেলায় করোনা পরিসংখ্যান

অন্যান্য জেলায় করোনা পরিসংখ্যান

এছাড়া আলিপুরদুয়ারে ২৬৬৪, কোচবিহারে ৩৬৩৪, দার্জিলিংয়ে ৫৪৭৫, কালিম্পংয়ে ৫৩০, জলপাইগুড়ি ৪১১৫, উত্তর দিনাজপুর ২৪৫৮, দক্ষিণ দিনাজপুর ৪০৩৩, মালদহ ৫১৩৮, মুর্শিদাবাদ ৩৬৯৫, নদিয়া ৪৩৬২, বীরভূম ২৩৩৩, পুরুলিয়া ১৬৩৮, বাঁকুড়া ৩০৮১, ঝাড়গ্রাম ২৯০, পশ্চিম মেদিনীপুর ৫৪৮৯, পূর্ব মেদিনীপুর ৭০৫৩, পূর্ব বর্ধমান ৩০৫২, পশ্চিম বর্ধমান ৪২৬৮ জন মোট আক্রান্ত হয়েছেন। মোট ৬৬ জন আক্রান্ত হয়েছেন অন্যান্য রাজ্যের বাসিন্দা।

English summary
Coronavirus affected increased in North 24 pargana and Kolkata on September 5. Coronavirus infection statistics of all districts of West Bengal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X