For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা সংক্রমণ ১০ হাজার পেরোল কলকাতায়, অন্য জেলার কী পরিসংখ্যান

বাংলায় বেলাগাম করোনা সংক্রমণের মধ্য সবথেকে বেলাগাম পরিস্থিতি মহানগর কলকাতার। উদ্বেগ বাড়িয়ে রাজ্যের রাজধানীর করোনা সংক্রমণ ১০ হাজার ছাড়িয়ে গেল।

Google Oneindia Bengali News

বাংলায় বেলাগাম করোনা সংক্রমণের মধ্য সবথেকে বেলাগাম পরিস্থিতি মহানগর কলকাতার। উদ্বেগ বাড়িয়ে রাজ্যের রাজধানীর করোনা সংক্রমণ ১০ হাজার ছাড়িয়ে গেল। কলকাতার পাশাপাশি করোনা সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে উত্তর ২৪ পরগনায়। হাওড়ার অবস্থাও উদ্বেগজনক অন্য সমস্ত জেলার মধ্যে।

অর্ধেকেরও বেশি মৃত্যু হয়েছে কলকাতায়

অর্ধেকেরও বেশি মৃত্যু হয়েছে কলকাতায়

সোমবার বাংলায় করোনায় আক্রান্তের সংখ্যা ১৪০০ ছাড়িয়ে গিয়েছে। শুধু কলকাতায় আক্রান্ত ৪১৮ জন। এদিন আক্রান্তের সংখ্যা গতদিনের তুলনায় খানিক কম হলেও করোনা যে উদ্বেগ বাড়াচ্ছে তা অনস্বীকার্য। এদিন কলকাতায় সংক্রমণের পাশাপাশি করোনায় মৃতের সংখ্যাও ছাড়িয়ে গিয়েছে ৫০০। অর্ধেকেরও বেশি মৃত্যু হয়েছে কলকাতায়।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

সোমবার কলকাতায় করোনা আক্রান্ত ছাড়িয়ে গেল ১০০২৬ জন। এদিন ৪১৮ জন আক্রান্ত হয়েছেন শহরে। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৫০৯ জনের। এদিন মৃত্যু হয়েছে ১০ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন ৫৭২২ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৩৭৯৫ জন।

উত্তর ২৪ পরগনা ও হাওড়া একনজরে

উত্তর ২৪ পরগনা ও হাওড়া একনজরে

উত্তর ২৪ পরগনা জেলায় এখান পর্যন্ত আক্রান্ত ৫৯৯২ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৩৬৩ জন। মৃত্যু হয়েছে মোট ১৭২ জনের। এদিন মৃত্য হয়েছে ৮ জনের। হাওড়ায় আক্রান্ত ৪১২০। এদিন আক্রান্ত হয়েছেন ১৬৮ জন। আর এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১২৯ জন। এদিন মৃত্যু হয়েছে ২ জনের।

অন্য জেলাগুলির করোনা পরিসংখ্যান

অন্য জেলাগুলির করোনা পরিসংখ্যান

দক্ষিণ ২৪ পরগনায় ৯৫ জন বেড়ে হয়েছে ২৩২৩। হুগলিতে ৫৪ জন বেড়ে আক্রান্ত ১৫৮২ জন। মালদহে ৫৬ জন বেড়ে আক্রান্ত ১২১১। দার্জিলিংয়েও ৭৩ জন বেড়ে আক্রান্ত ৯৫৬ জন। এছাড়া আলিপুরদুয়ারে ২০৫, কোচবিহারে ৩৬০, কালিম্পংয়ে ৫৭, জলপাইগুড়ি ৫৭৭, উত্তর দিনাজপুর ৪৫০, দক্ষিণ দিনাজপুর ৩৬৯, মুর্শিদাবাদ ৩৭৭, নদিয়া ৪৩৬, বীরভূম ৩৩৫, পুরুলিয়া ১১৬, বাঁকুড়া ৩২৪, ঝাড়গ্রাম ২৫, পশ্চিম মেদিনীপুর ৪৯৮, পূর্ব মেদিনীপুর ৫৬৫, পূর্ব বর্ধমান ২৭১, পশ্চিম বর্ধমান ২১৮, আর অন্য রাজ্যের বাসিন্দা ৬৬ জন আক্রান্ত হন।

বাংলায় করোনা পরিসংখ্যান

বাংলায় করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ১৪৩৫ জন। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩১ হাজার ৪৪৮ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯৫৬। এদিন মৃত্যু হয়েছে ২৪ জনের। এই মুহূর্তে চিকিৎসাধীন ১১২৭৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়ে ছাড়া পেয়েছেন ৬৩২ জন। মোট করোনা মুক্ত হলেন ১৯ হাজার ২১৩ জন। সুস্থতার রেট হয়েছে ৬১.৯০ শতাংশ।

English summary
Coronavirus affected in Kolkata overcomes 10 thousand in July 13. In Kolkata Corona affected are increased about 10026 and died are about 509.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X