For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার মহামারী বাংলায় লাখ ছুঁই ছুঁই, মৃত্যু মিছিলে একদিনে জুড়ল ৫৪ জনের নাম

বাংলায় করোনা হানা উদ্বেগ বাড়িয়ে সংক্রমণ ছড়াল ৯০ হাজার। প্রতিদিন রেকর্ড ভাঙা-গড়ার খেলা চলছে সমানে। একইসঙ্গে মৃতের সংখ্যাও উদ্বেগজনকভাবে বাড়ছে।

Google Oneindia Bengali News

বাংলায় করোনা সংক্রমণ ৯৫ হাজার ছাড়িয়ে লাখ ছুঁতে চলল, এখনও লাগাম টানা গেল না। প্রতিদিন রেকর্ড ভাঙা-গড়ার খেলা চলছে। এদিন মৃত্যুমিছলও অব্যাহত রইল। মৃতের সংখ্যাও উদ্বেগজনক হারে বাড়ল ৫৪ জন। করোনার থাবায় মৃতের সংখ্যা ইতিমধ্যেই ছাড়িয়ে গিয়েছে ২০০০। ফের সুস্থতার হারও কমছে।

করোনার মহামারী বাংলায় লাখ ছুঁই ছুঁই, মৃত্যুমিছিলও অব্যাহত

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ২৯৩৯ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ৯২ হাজার ৬১৫ জন। এদিন ২৯৩৯ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৫ হাজার ৫৫৪ জনে। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২০৫৯। এদিন মৃত্যু হয়েছে ৫৪ জনের।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
এদিন রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ৯৫ হাজার ৫৫৪ জনের মধ্যে এই মুহূর্তে চিকিৎসাধীন ২৬ হাজার ৩৭৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়ে ছাড়া পেয়েছেন ১৯৯৬ জন। মোট করোনা মুক্ত হলেন ৬৭ হাজার ১২০ জন। সুস্থতার রেট হয়েছে ৭০.২৪ শতাংশ।

করোনা টেস্টিং
করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১১ লক্ষ ০৫ হাজার ৮৯৯ জনের। ৬০টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ১২২৮৮। এদিন টেস্টিং হয়েছে ২৬২৪২ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ৮.৬৪ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়
আক্রান্তের হার কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলি-সহ বেশ কিছু জেলায় উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ২৭৮৫৬। এদিন ৬১৫ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ২০৫৫৫ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৫৮৮ জন। তারপরেই আছে হাওড়া, হাওড়ায় আক্রান্ত ৯৭৩৫। এদিন আক্রান্ত হয়েছেন ১৮৫ জন। তারপরের স্থানে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। এদিন ৩০৬ জন বেড়ে হয়েছে ৬৯৯৪। হুগলিতে ৯৫ জন বেড়ে আক্রান্ত ৪৫৮৩ জন। এরপরেই রয়েছে মালদহ ও দার্জিলিং।

English summary
Coronavirus affected crosses 95 thousands in West Bengal on August 9. Discharge rate decreased again in state.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X