For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা সংক্রমণের পর মৃতের সংখ্যায় শীর্ষে উত্তর ২৪ পরগনা, সুস্থতাতেও সবার উপরে

করোনা সংক্রমণের থেকে সুস্থতা বাড়ছে জেলায় জেলায়। কলকাতার পর উত্তর ২৪ পরগনাতেও সংক্রমণের থেকে করোনাজয়ীর সংখ্যা বেশি গত ২৪ ঘণ্টায়।

Google Oneindia Bengali News

করোনা সংক্রমণের থেকে সুস্থতা বাড়ছে জেলায় জেলায়। কলকাতার পর উত্তর ২৪ পরগনাতেও সংক্রমণের থেকে করোনাজয়ীর সংখ্যা বেশি গত ২৪ ঘণ্টায়। করোনা সংক্রমণে যেমন কিছুদিন ধরেই কলকাতার থেকেও এগিয়ে ছিল উত্তর ২৪ পরগনা, মঙ্গলবারের করোনা বুলেটিনে সুস্থতার সংখ্যায় স্বস্তি দিল জেলা। মৃতের সংখ্যাতেও শীর্ষে উত্তর ২৪ পরগনা।

কলকাতার থেকে বেশি সংক্রমিত উত্তর ২৪ পরগনায়

কলকাতার থেকে বেশি সংক্রমিত উত্তর ২৪ পরগনায়

এদিন বাংলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৯৬৪। উত্তর ২৪ পরগনায় ৫৯০ জন করোনা আক্রান্ত হয়েছেন একদিনে। কলকাতায় করোনা সংক্রমিত ৫৪১। করোনা সংক্রমণে এদিনও উত্তর ২৪ পরগনা সবার আগে। কলকাতার তুলনায় ধারাবাহিকভাবে উত্তর ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা বেশি হচ্ছে। মৃতের সংখ্যাও উদ্বেগ বাড়াচ্ছে ক্রমশ। তবে এদিন সুস্থতার সংখ্যাও বেশি।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

মঙ্গলবার পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩৭২৬৩। এদিন ৫৪১ জন আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১২০৩ জনের। এদিন মৃত্যু হয়েছে ১৬ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩০৪৭২ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৫৫৮৮ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন আক্রান্তেরও বেশি ৬২৮ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩০৬০৫ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৫৯০ জন। মৃত্যু হয়েছে মোট ৬৭৭ জনের। এদিন মৃত্যু হয়েছে ১৮ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ২৪২৫৭ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৫৬৭১ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৭৮০ জন।

হাওড়া-হুগলি ও দক্ষিণ ২৪ পরগনা

হাওড়া-হুগলি ও দক্ষিণ ২৪ পরগনা

হাওড়ায় আক্রান্তের নিরিখে বর্তমানে তিন নম্বরে রয়েছে। হাওড়ায় মোট আক্রান্ত এখন পর্যন্ত ১২৫৯০। এদিন আক্রান্ত হয়েছেন ১৩৪ জন। আর এখন পর্যন্ত মৃতের সংখ্যা ২৪০ জন। এদিন মৃত্যু হয়েছে ২ জনের। দক্ষিণ ২৪ পরগনায় ১৫১ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১০২৬০। হুগলিতে ১২২ জন বেড়ে আক্রান্ত ৬৯৩৮ জন।

অন্যান্য জেলায় করোনা পরিসংখ্যান

অন্যান্য জেলায় করোনা পরিসংখ্যান

এছাড়া আলিপুরদুয়ারে ১৪৯০, কোচবিহারে ২২৫৪, দার্জিলিংয়ে ৪৪৯৬ জন, কালিম্পংয়ে ৪২৯, জলপাইগুড়ি ২৯৮২, উত্তর দিনাজপুর ২০৮৬, দক্ষিণ দিনাজপুর ৩৪৮৭, মালদহে ৪৬২৮, মুর্শিদাবাদ ২৯১১, নদিয়া ৩০৮১, বীরভূম ১৫৬১, পুরুলিয়া ১০০৩, বাঁকুড়া ২১৩৫, ঝাড়গ্রাম ২০৮, পশ্চিম মেদিনীপুর ৩৫৬৩, পূর্ব মেদিনীপুর ৫২০৯, পূর্ব বর্ধমান ২৪৩৩, পশ্চিম বর্ধমান ৩১২৩ জন মোট আক্রান্ত হয়েছেন। মোট ৬৬ জন আক্রান্ত হয়েছেন অন্যান্য রাজ্যের বাসিন্দা।

English summary
Coronavirus affected and death toll is highest in North 24 pargana. Coronavirus infection increased all districts of West Bengal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X