বাংলায় করোনা সক্রিয়ের সংখ্যা দ্রুত কমছে, করোনাজয়ী বেড়ে প্রায় ৫ লক্ষ ৬০ হাজার
বাংলায় করোনা সক্রিয়ের সংখ্যা কমছে দ্রুত। আর মাত্র ৩৬০০ করোনা সক্রি রয়েছেন বাংলায়। শুক্রবার দৈনিক করোনা বুলেটিনে জানানো হয়েছে বাংলায় মাত্র ৩ জনের মৃত্যু হয়েছে। কোনও মৃত্যু নেই কলকাতায়। দৈনিক সংক্রমণ ২০০-র নিচে। করোনাজয়ীর সংখ্যাও পাঁচ লক্ষ ৬০ হাজার ছুঁয়ে ফেলেছে প্রায়।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ১৯৪ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ৫ লক্ষ ৭৩ হাজার ১৯৩ জন। এদিন ১৯৪ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৭৩ হাজার ৩৮৭ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০২৪২। এদিন মৃত্যু হয়েছে ৩ জনের।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ৫ লক্ষ ৭৩ হাজার ৩৮৭ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৩ হাজার ৬২৫ জন। এদিন ৪৭ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ১৯৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ২৩৮ জন। মোট করোনা মুক্ত হলেন ৫ লক্ষ ৫৯ হাজার ৫২০ জন। সুস্থতার রেট হয়েছে ৯৭.৫৮ শতাংশ।

করোনা টেস্টিং
করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ৮৩ লক্ষ ৮৮ হাজার ৮৫৪ জনের। ১০৩টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ৯৩২০৯। এদিন টেস্টিং হয়েছে ২০৫২৮ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ৬.৮৪ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়
আক্রান্তের হার কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় এখনও একটু উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ১২৮৮২২। এদিন ৬৮ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ১২২৭১৩ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৬৫ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ৭ জন বেড়ে হয়েছে ৩৭১২৯৪। হাওড়ায় আক্রান্ত ৩৫৭০৭। এদিন আক্রান্ত হয়েছেন ১২ জন। হুগলিতে ৫ জন বেড়ে আক্রান্ত ২৯৫৯২ জন।