For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতার করোনা সক্রিয় রোগী বেড়েই চলেছে, বাংলার ১৭ জেলায় সংক্রমণ ২৫-র নিচে

কলকাতার করোনা সক্রিয় রোগী বেড়েই চলেছে। ওমিক্রন আতঙ্কের মাঝে কলকাতায় নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে করোনার সংক্রমণ। ফের কলকাতায় সংক্রমণ ২০০-র কাছে পৌঁছে গিয়েছে। শুক্রবার ২০০ অতিক্রিম করে গিয়েছিল, এদিন ২০০-র সামান্য নিচে।

  • |
Google Oneindia Bengali News

কলকাতার করোনা সক্রিয় রোগী বেড়েই চলেছে। ওমিক্রন আতঙ্কের মাঝে কলকাতায় নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে করোনার সংক্রমণ। ফের কলকাতায় সংক্রমণ ২০০-র কাছে পৌঁছে গিয়েছে। শুক্রবার ২০০ অতিক্রিম করে গিয়েছিল, এদিন ২০০-র সামান্য নিচে। বাড়তে বাড়তে আবার ২৫০০-র দিকে এগিয়ে চলেছে কলকাতায় সক্রিয়ের সংখ্যা। তবে বাংলার ১৭ জেলায় সংক্রমণ ২৫-র নিচে এদিন।

কলকাতা-সহ ৫ জেলায় সক্রিয়
কলকাতায় সক্রিয়ের সংখ্যা ২৪০০ পার হয়ে ২৫০০-র দিকে এগিয়ে চলেছে। এদিনও সক্রিয়ের সংখ্যা বাড়ল কলকাতায়। ১৯ জন বেড়ে কলকাতার সক্রিয় সংখ্যা ২৪৩৮-এ পৌঁছে গেল। উত্তর ২৪ পরগনার করোনা সক্রিয় এদিন ৪ কমে এদিন ১২৮১ হয়েছে। হাওড়ার করোনা সক্রিয় ৪৬৬। হুগলির করোনা সক্রিয়ও ৫৩৯ হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার সক্রিয় ৫০৮ হয়েছে। বাকি ১৮ জেলার মধ্যে সর্বোচ্চ করোনা সক্রিয় ৩৫৫ নদিয়ায়। সর্বনিম্ন ২০ কালিম্পংয়ে। ১০০-র নিচে করোনা সক্রিয় ৯ জেলায়। ৫ জেলায় ১০০-র উপরে। আর ২০০-র উপরে ৩ জেলায়। ৩০০-র উপরে ১ জেলায়।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
শনিবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৫৫২। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ১৯৭ জন। উত্তর ২৪ পরগনায় ৯৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতার সংক্রমণ সবথেকে বেশি এদিনও। কলকাতার দৈনিক সংক্রমণ এদিন ২০০-এর সামান্য নিচে। উত্তর ২৪ পরগনার সংকর্মণ এদিনও ১০০-র ঠিক নিচেই।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩৩৩৩৭৮। এদিন কলকাতায় ১৯৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৫৩০২ জনের। এদিন মৃত্যু হয়েছে ৩ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩২৬৩৮ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ২৪৩৮ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১৭৫ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩৩৫৮৭৩ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৯৬ জন। মৃত্যু হয়েছে মোট ৫০০৫ জনের। এদিন মৃত্যু হয়নি ১ জনেরও। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩২৯৫৮৭ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১২৮১ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৯২ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ২৬ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১০৩৮৬২ জন। হাওড়ায় আক্রান্ত ১০১৩৯৪ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৪০ জন। হুগলিতে ৩৭ জন বেড়ে আক্রান্ত ৮৯১৭১ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ
আলিপুরদুয়ারে ২ জন, কোচবিহারে ৬ জন, দার্জিলিংয়ে ২৫ জন, কালিম্পংয়ে ১ জন, জলপাইগুড়িতে ৭ জন, উত্তর দিনাজপুরে ১ জন, দক্ষিণ দিনাজপুরে ৩ জন, মালদহে ১৩ জন, মুর্শিদাবাদে ২ জন, নদিয়ায় ৩৫ জন, বীরভূমে ১৭ জন, পুরুলিয়ায় ১ জন, বাঁকুড়ায় ৮ জন, ঝাড়গ্রামে ১ জন, পশ্চিম মেদিনীপুরে ৭ জন, পূর্ব মেদিনীপুরে ৩ জন, পূর্ব বর্ধমানে ৮ জন, পশ্চিম বর্ধমানে ১৬ জন আক্রান্ত হয়েছেন এদিন।

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X