For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা পরীক্ষা কমে অর্ধেক! বাংলায় দৈনিক আক্রান্ত নামল ১০ হাজারের নিচে, কমল সক্রিয়ও

করোনা পরীক্ষা কমে অর্ধেক! বাংলায় দৈনিক আক্রান্ত নামল ১০ হাজারের নিচে, কমল সক্রিয়ও

Google Oneindia Bengali News

করোনা পরীক্ষা কমে অর্ধেক হয়ে গেল বাংলায়। তার জেরে বাংলায় দৈনিক আক্রান্ত নামল ১০ হাজারের নিচে। একইসঙ্গে কমল সক্রিয়ের সংখ্যা। করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার পর এই প্রথম দৈনিক করোনামুক্ত রোগীর সংখ্যা আক্রন্তের তুলনায় বেশি হয়। ফলে এদিন দেড় হাজার কমল সক্রিয়। তবে দৈনিক মৃত্যু এদিনও ৩০-০এর ঊর্ধ্বে। সব মিলিয়ে সোমবারের করোনা পরিসংখ্যানের উদ্বেগ কমল না কিছুই।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯৩৮৫। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লক্ষ ৭ হাজার ৮৪ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২০১২১। এদিন মৃত্যু হয়েছে ৩৩ জনের। এদিন করোনার দৈনিক সংক্রমণের হার ২৬.৪৩ শতাংশ হয়েছে।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৯ লক্ষ ৭ হাজার ৮৪ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ১ লক্ষ ৫৮ হাজার ৬২৩ জন। এদিন ১৬৮২ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৯৩৮৫ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ১১০৩৪ জন। মোট করোনা মুক্ত হলেন ১৭ লক্ষ ২৮ হাজার ৩৪০ জন। সুস্থতার রেট হয়েছে ৯০.৬৩ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ২ কোটি ২৩ লক্ষ ৬২ হাজার ৬১৩। ১৫৬টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ২৪৮৪৭৩। এদিন টেস্টিং হয়েছে ৩৫৫১৫ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সংক্রমণের হার ২৬.৪৩ শতাংশ।

করোনার টিকাদান

করোনার টিকাদান

এদিন বাংলায় মোট করোনা টিকা দেওয়া হয়েছে ৭৬ হাজার ৫০৩ জনকে। এঁদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ২০ হাজার ৮৬২। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ৫০ হাজার ৫২৪ জন। বুস্টার ডোজ পেয়েছেন ৫ হাজার ১১৭। এখন পর্যন্ত মোট ভ্যাকসিনেশন হয়েছে ১১ কোটি ২৯ লক্ষ ৭১ হাজার ১২৭ জনের। প্রথম ডোজ ৬ কোটি ৭৮ লক্ষ ২৬ হাজার ৮৫ জনের। আর দ্বিতীয় ডোজ ৪ কোটি ৪৮ লক্ষ ৯৩ হাজার ২৮৯ জনের। মোট বুস্টার ডোজ পেয়েছেন ২ লক্ষ ৫১ হাজার ৭৫৩।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

আক্রান্তের হারে কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় আবার উদ্বেগ বাড়ছে। কলকাতায় করোনা আক্রান্ত ৪৩০৬১০। এদিন ১৮৭৯ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৩৮৭০৮৭ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১৮৬৩ জন। তারপরেই আছে হাওড়া। হাওড়ায় আক্রান্ত ১২০৯৪২ এদিন আক্রান্ত হয়েছেন ৪৭৯ জন। দক্ষিণ ২৪ পরগনায় ৪০৩ জন বেড়ে হয়েছে ১১৯৪৪২। হুগলিতে ৫৫২ জন বেড়ে আক্রান্ত ১০৩২৬১ জন।

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি

সোমবারের করোনা বুলেটিন অনুযায়ী ২ হাজারের নিচে নেমেছে কলকাতার সংক্রমণ। উত্তর ২৪ পরগনার সংক্রমণও ২ হাজারের নিচে। হাওড়া, দক্ষিণ ২৪ পরগনার সংক্রমণ ৫০০-র নিচে এবং হুগলির করোনা সংক্রমণ ৫০০-র উপরে। পশ্চিম বর্ধমানের সংক্রমণও ৫০০-র নিচে। সবথেকে কম সংক্রমণ ১৩ জন কালিম্পংয়ে।

English summary
Coronavirus active cases decreased after daily cases reduced than discharge in West Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X