For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা সক্রিয়ের সংখ্যা বাড়ল উত্তর ২৪ পরগনা-কলকাতায়, একনজরে জেলার পরিসংখ্যান

করোনা সক্রিয়ের সংখ্যা বাড়ল উত্তর ২৪ পরগনা-কলকাতায়, একনজরে জেলার পরিসংখ্যান

Google Oneindia Bengali News

করোনা সক্রিয়ের সংখ্যা বাড়ল উত্তর ২৪ পরগনা ও কলকাতায়। এছাড়া বীরভূমেও বেড়েছে সক্রিয়ের সংখ্যা। অন্য ২০ জেলায় করোনা সক্রিয়ের সংখ্যা কমেছে। মোট করোনা সক্রিয়ের নিরিখে উত্তর ২৪ পরগনার নিচেই রয়েছে দার্জিলিং। ওই দুই জেলায় করোনা সক্রিয়ের সংখ্যা হাজারেরও উপরে। আর ১০০-র নিচে চার জেলা- মালদহ, মুর্শিদাবাদ, পুরুলিয়া, ও দক্ষিণ দিনাজপুর।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

সোমবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৬০০-র নিচে। বাংলায় ৫৭৫ জন করোনা আক্রান্ত হয়েছেন এদিন। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৬১ জন। উত্তর ২৪ পরগনায় ৮৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। উত্তর ২৪ পরগনা ও কলকাতার পর রয়েছে দার্জিলিং। সেখানে ৪৯ জন সংক্রমিত হয়েছেন একদিনে।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩১০৫৮০। এদিন কলকাতায় ৬১ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৪৯৭৫ জনের। এদিন মৃত্যু হয়েছে একজনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩০৪৮৫০ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৭৫৫ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৩৯ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩১৯৩৫৫ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৮৯ জন। মৃত্যু হয়েছে মোট ৪৫৬৯ জনের। এদিন মৃত্যু হয়ছে ১ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩১৩৫০৪ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১২৮২ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৮৪ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ২৮ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৯৬১৪৯ জন। হাওড়ায় আক্রান্ত ৯৪৫৪৯ জন। এদিন আক্রান্ত হয়েছেন ২৫ জন। হুগলিতে ৪০ জন বেড়ে আক্রান্ত ৮১৭৯৮ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

আলিপুরদুয়ারে ১১ জন, কোচবিহারে ৩৬ জন, দার্জিলিংয়ে ৪৯ জন, কালিম্পংয়ে ১১ জন, জলপাইগুড়িতে ২২ জন, উত্তর দিনাজপুরে ১ জন, দক্ষিণ দিনাজপুরে ৬ জন, মালদহে ২ জন, মুর্শিদাবাদে ১ জন, নদিয়ায় ৪৮ জন, বীরভূমে ৯ জন, পুরুলিয়ায় ৩ জন, বাঁকুড়ায় ১১ জন, ঝাড়গ্রামে ২৫ জন, পশ্চিম মেদিনীপুরে ২৪ জন, পূর্ব মেদিনীপুরে ৩৪ জন, পূর্ব বর্ধমানে ২৭ জন, পশ্চিম বর্ধমানে ১২ জন আক্রান্ত হয়েছেন এদিন। কলকাতায় সক্রিয়ের সংখ্যা বেড়েছে ২১ জন। উত্তর ২৪ পরগনায় চার জন এবং বীরভূমে এক জন।

{quiz_667}

English summary
Coronavirus active case increased in North 24 Pargana and Kolkata. North 24 Pargana and Darjeeling’s active case more than thousands,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X