For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলায় দৈনিক সংক্রমণের খানিক বৃদ্ধি টেস্টিং বাড়তেই, সক্রিয়ের সংখ্যা কমে ৬ হাজার

বাংলায় দৈনিক সংক্রমণের খানিক বৃদ্ধি টেস্টিং বাড়তেই, সক্রিয়ের সংখ্যা কমে ৬ হাজার

  • |
Google Oneindia Bengali News

বাংলায় দৈনিক সংক্রমণ অল্প বাড়লেও তা তিনশোর নিচেই রয়েছে। মঙ্গলবার করোনা আক্রান্ত হয়েছেন ২৯৫ জন। করোনামুক্তির সংখ্যা বাড়ায় সক্রিয়ের সংখ্যাও তালমিলিয়ে কমেছে। বাংলা করোনা মুক্তির দিকে এগিয়ে যাচ্ছে ক্রমশ। এদিনও মাত্র ছ-টি জেলায় দুই অঙ্কের উপরে রয়েছে দৈনিক সংক্রমণ। কলকাতা-উত্তর ২৪ পরগনাও ১০০-র নিচে।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ২৯৫ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ৫ লক্ষ ৬৮ হাজার ৩৫৫ জন। এদিন ২৯৫ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৬৮ হাজার ৬৫০ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০১৩১। এদিন মৃত্যু হয়েছে ৯ জনের।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ৫ লক্ষ ৬৮ হাজার ৬৫০ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৬ হাজার ২৮ জন। এদিন ১২৩ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ২৯৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৪০৯ জন। মোট করোনা মুক্ত হলেন ৫ লক্ষ ৫২ হাজার ৪৯১ জন। সুস্থতার রেট হয়েছে ৯৭.১৬ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ৭৮ লক্ষ ৭৬ হাজার ৮৯৯ জনের। ১০৩টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ৮৭৫২১। এদিন টেস্টিং হয়েছে ২৫৩৬৭ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ৭.২২ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

আক্রান্তের হার কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় এখনও একটু উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ১২৭৫০৭। এদিন ৮৩ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ১২১৩৯২ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৯১ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ১২ জন বেড়ে হয়েছে ৩৬৯০৪। হাওড়ায় আক্রান্ত ৩৫৪৭১। এদিন আক্রান্ত হয়েছেন ১৩ জন। হুগলিতে ১৫ জন বেড়ে আক্রান্ত ২৯৩৩৫ জন।

রাজীব যে দলেই থাকুন না কেন ডোমজুড়েই লড়বেন! একুশে চ্যালেঞ্জ নিলেন তৃণমূলেররাজীব যে দলেই থাকুন না কেন ডোমজুড়েই লড়বেন! একুশে চ্যালেঞ্জ নিলেন তৃণমূলের

English summary
Coronavirus active case decreased to six thousands in West Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X