For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলার ২২ জেলায় কমল সক্রিয়ের সংখ্যা, একনজরে জেলাওয়াড়ি করোনা সংক্রমণ

বাংলার দুই জেলা কলকাতা ও উত্তর ২৪ পরগনাই করোনার ভয়াবহতা বাড়িয়ে দিয়েছিল। এই দুই জেলা নিয়ন্ত্রণে আসতেই গোটা বাংলায় করোনার গ্রাফ নিম্নমুখী হতে শুরু করেছে।

  • |
Google Oneindia Bengali News

বাংলার দুই জেলা কলকাতা ও উত্তর ২৪ পরগনাই করোনার ভয়াবহতা বাড়িয়ে দিয়েছিল। এই দুই জেলা নিয়ন্ত্রণে আসতেই গোটা বাংলায় করোনার গ্রাফ নিম্নমুখী হতে শুরু করেছে। বাংলার ২২টি জেলায় শনিবার করোনা সক্রিয়ের সংখ্যা কমেছে। সক্রিয়ের সংখ্যা কমেছে কলকাতা ও উত্তর ২৪ পরগনা জেলাতেও।

বাংলার ২২ জেলায় কমল সক্রিয়ের সংখ্যা, একনজরে জেলার পরিসংখ্যান

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
শনিবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৮৬৩। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ২১১। উত্তর ২৪ পরগনায় ২২০ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা গ্রাফ কমছে ধীরে ধীরে। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ২৯৬৪ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ২৩৫১।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ১২৩৮১৬। শুধু এদিনই কলকাতায় ২১১ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ২৯৬৪ জনের। এদিন মৃত্যু হয়েছে ৮ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ১১৮৩০৩ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ২৫৪৯ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৩৪৪ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ১১৭১৮০ জন। এদিন আক্রান্ত হয়েছেন ২২০ জন। মৃত্যু হয়েছে মোট ২৩৫১ জনের। এদিন মৃত্যু হয়েছে ১০ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ১১২৮৯১ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১৯৩৮ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ২৬২ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে উঠে এসেছে। দক্ষিণ ২৪ পরগনায় ৪৮ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৩৬১১৭। হাওড়ায় মোট আক্রান্ত এখন পর্যন্ত ৩৪৭২২ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৪২ জন। হুগলিতে ৫১ জন বেড়ে আক্রান্ত ২৮৬২০ জন।

অন্যান্য জেলায় করোনা পরিসংখ্যান
এছাড়া আলিপুরদুয়ারে ৭৬৪৫, কোচবিহারে ১১৬৮৭, দার্জিলিংয়ে ১৭৮৯১, কালিম্পংয়ে ২১৭৩, জলপাইগুড়িতে ১৪৪১১, উত্তর দিনাজপুরে ৬৪৭০, দক্ষিণ দিনাজপুরে ৮০৮৭, মালদহে ১২৪৯৭, মুর্শিদাবাদে ১১৯৬০, নদিয়ায় ২১৭৮২, বীরভূমে ৯৬৫৯, পুরুলিয়ায় ৬৯৭২, বাঁকুড়ায় ১১৪১৬, ঝাড়গ্রামে ২৯৭৩, পশ্চিম মেদিনীপুরে ১৯৮৯২, পূর্ব মেদিনীপুরে ২০১৬২, পূর্ব বর্ধমানে ১২৩০৫, পশ্চিম বর্ধমানে ১৫৫৭৬ জন মোট আক্রান্ত হয়েছেন। মোট ৬৬ জন আক্রান্ত হয়েছেন অন্যান্য রাজ্যের বাসিন্দা।

করোনা সক্রিয় কমল ২২ জেলায়
বাংলার ২৩ জেলার মধ্যে করোনা সক্রিয়ের সংখ্যা কমেছে ২২ জেলায়। শুধুমাত্র একটি জেলাতেই শনিবার করোনা সক্রিয়ের সংখ্যা বেড়েছে। একমাত্র বীরভূমেই বেড়েছে করোনা সক্রিয়। শনিবার ৫ জন সক্রিয়ের সংখ্যা বেড়েছে। দৈনিক আক্রান্ত ৩৩ জন। ছাড়া পেয়েছে ২৬ জন। মৃত্যু হয়েছে ২ জনের।

English summary
Coronavirus active case decreased in 22 districts of West Bengal. Active case decreased below three thousands in Kolkata and two thousand in North 24 pargana.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X