For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার প্রতিষেধক কোভ্যাক্সিনের ট্রায়াল রাজ্যেও, নির্দিষ্ট করা হল কলকাতার ৪ টি ওয়ার্ড

৭ জুলাই থেকে দেশব্যাপী কোভ্যাক্সিনের ট্রায়াল শুরু হয়ে যাচ্ছে। যে জায়গাগুলিকে এর জন্য নির্দিষ্ট করা হয়েছে, তার মধ্যে রয়েছে কলকাতাও, সূত্রের খবর এমনটাই। সূত্রের আরও খবর কলকাতার ৪ টি ওয়ার্ডকে এব্যাপা

  • |
Google Oneindia Bengali News

৭ জুলাই থেকে দেশব্যাপী কোভ্যাক্সিনের ট্রায়াল শুরু হয়ে যাচ্ছে। যে জায়গাগুলিকে এর জন্য নির্দিষ্ট করা হয়েছে, তার মধ্যে রয়েছে কলকাতাও, সূত্রের খবর এমনটাই। সূত্রের আরও খবর কলকাতার ৪ টি ওয়ার্ডকে এব্যাপারে নির্দিষ্ট করা হয়েছে। আইসিএমআর-এর নেতৃত্বে, নাইসেডের তত্ত্বাবধানে কলকাতায় হতে চলেছে কোভ্যাক্সিনের ট্রায়াল।

দেশের বিভিন্ন শহরে কোভ্যাক্সিনের ট্রায়াল

দেশের বিভিন্ন শহরে কোভ্যাক্সিনের ট্রায়াল

সূত্রের খবর অনুযায়ী, নয়াদিল্লি, মুম্বই কিংবা চেন্নাই ছাড়াও বিশাখাপত্তনম, রোহতকস বেলগাঁও, পটনা, নাদপুর, গোরক্ষপুর, হায়দরাবাদ, গোয়া, কানপুর-সহ বিভিন্ন শহরে কোভ্যাক্সিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করা হবে।

কলকাতার ৪ টি ওয়ার্ডে কোভ্যাক্সিনের ট্রায়াল

কলকাতার ৪ টি ওয়ার্ডে কোভ্যাক্সিনের ট্রায়াল

সূত্রের খবর অনুযায়ী, কোভ্যাক্সিনের ক্লিনিকাল ট্রায়ালের তালিকায় রয়েছে কলকাতাও। কলকাতার ৪ টি ওয়ার্ডকে এব্যাপারে নির্দিষ্ট করা হয়েছে বলে সূত্রের খবর।

স্বাধীনতা দিবস থেকে বাজারে কোভ্যাক্সিন

স্বাধীনতা দিবস থেকে বাজারে কোভ্যাক্সিন

ভারতে স্বাধীনতা দিবস থেকেই বাজারে আসতে চলেছে কোভ্যাক্সিন। এমনটাই ঘোষণা আইসিএমআর-এর। তাদের দাবি, আইসিএমআর-এর সঙ্গে ভারত বায়োটেকের সঙ্গে যৌথ গবেষণায় বড় সাফল্য পাওয়া দিয়েছে। ইতিমধ্যেই পশুর ওপর কোভ্যাক্সিনের সফল প্রয়োগ হয়েছে।

বাজারে আসতে চলেছে অক্সফোর্ডের টিকাও

বাজারে আসতে চলেছে অক্সফোর্ডের টিকাও

বাজারে আসতে চলেছে, অক্সফোর্ড ও অস্ট্রাজেনিকার তৈরি ভ্যাকসিনও। ইতিমধ্যেই মানব দেহের ওপর ফেজ ওয়ান ও ফেজ টু-এর ট্রায়াল হয়েছে। তবে এই ভ্যাক্সিন তৈরি করা হয়েছে চিনের উহানের স্ট্রেন দিয়ে। আর কোভ্যাক্সিন তৈরি করা হয়েছে ভারতের স্ট্রেন দিয়ে।

English summary
Corona vaccine Covaxin test will be done in four wards of Kolkata as a part of trial
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X