For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'কাঁঠালি কলা, ডিম সেন্ধ' খাওয়ার বার্তা মমতার! করোনা আবহে স্বাস্থ্যকর্মীদের জন্য দিদির দাওয়াই

'কাঁঠালি কলা, ডিম সেন্ধ' খাওয়ার বার্তা মমতার! করোনা আবহে স্বাস্থ্যকর্মীদের জন্য দিদির দাওয়াই

  • |
Google Oneindia Bengali News

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা দিনে দিনে লাফিয়ে বাড়ছে। হাজার পেরিয়ে ভারতে এই সংখ্যা হু হু করে এগিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের প্রশংসা করেছেন স্বয়ং মোদীও। মুখ্যমন্ত্রী নিজে রাস্তায় নেমে থান ইঁট ভেঙে তা দিয়ে গন্ডি কেটেছেন করোনায় জনস্বার্থে সচেতনতা বাড়াতে। এবার স্বাস্থ্যকর্মীদের জন্য 'দিদি' দিলেন নয়া বার্তা।

প্রশাসনিক বৈঠক ও মমতার বার্তা

প্রশাসনিক বৈঠক ও মমতার বার্তা

এদিন বিভিন্ন জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন মমতা বন্দ্য়োপাধ্যায়। ভিডিও কন্ফারেন্সিং এর মাধ্যমে এই বৈঠকে তিনি স্বাস্থ্যকর্মীদের পরিস্থিতি নিয়ে খোঁজ নেন। জিজ্ঞাসা করেন , তাঁদের কী খেতে দেওয়া হচ্ছে? এরপরই তাঁর সাফ বার্তা চিকিৎসক , স্বাস্থ্যকর্মীদের খালি পেটে রাখলে চলবে না। তাঁদের ভরপেট খেতে দিতে হবে।

জেলার প্রশাসনিক কর্তাদের উদ্দেশে বার্তা

জেলার প্রশাসনিক কর্তাদের উদ্দেশে বার্তা

এদিন জেলার স্বাস্থ্য কর্তা ও প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন মমতা। সেখানে তিনি প্রশ্ন করেন, হাসপাতাল কর্মীদের খাওয়ারে কী দেওয়া হচ্ছে ? উত্তর আসে 'রুটি ,সবজি, মিষ্টি'। তখক্ষণাৎ মুখ্যমন্ত্রীর বার্তা, 'সকালে সেদ্ধ ডিম দিন,.. প্রোটিন আছে। ..'

বিকেলের খাওয়ার নিয়ে মুখ্যন্ত্রী খোঁজ নিতেই..

বিকেলের খাওয়ার নিয়ে মুখ্যন্ত্রী খোঁজ নিতেই..

এরপর মুখ্যমন্ত্রী জানতে চান বিকেলের খাওয়ারে স্বাস্থ্যকর্মী ও হাসপাতালের কর্মীদের কী খেতে দেওয়া হয়? জবাবে 'মুড়ি' শুনেই মমতা বলেন, 'শুধু মুড়ি নয়,.. সঙ্গে কিছু দিন। কাঁঠালি কলা খেতে দেবেন। কলা আমাদের শরীরে জীবাণু বের করে দেয়। পাউরুটি না পেলে কেক দিন খেতে।'

গলা পরিষ্কারের জন্য মমতার বার্তা

গলা পরিষ্কারের জন্য মমতার বার্তা

এদিন নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী ফের একবার রাজ্যের স্বাস্থ্য়কর্মীদের উদ্দেশে বার্তা দেন। তিনি বলেন ,' আমার ডাক্তার-নার্স-স্বাস্থ্যকর্মীদের সুস্থ থাকতে হবে। তাই হাসপাতালের সব কর্মীদের বলছি গলা পরিষ্কার রাখতে হবে.. দু'বার গরম জলের সঙ্গে পাতিলেবু খান। '

 'কার্পণ্য করবেন না'

'কার্পণ্য করবেন না'

মমতা এদিন এমন নির্দেশ জেলা প্রশাসনের উদ্দেশেও পাঠিয়ে দিয়েছেন। পাশাপাশ তাঁর দাবি, তিনি স্বাস্থ্যকর্মীদের খাওয়ার বিষয়ে যা নির্দেশ দিয়েছেন , তা পালন করতে হবে। মমতা বলেন, 'খরচ বেশি হলে সরকার দেবে। কার্পণ্য করবেন না। '

মমতার নজরকাড়া গ্রাফিক্স ফেসবুক পেজে, করোনা রুখতে প্রাচীরের উপর 'অতন্দ্রপ্রহরী’মমতার নজরকাড়া গ্রাফিক্স ফেসবুক পেজে, করোনা রুখতে প্রাচীরের উপর 'অতন্দ্রপ্রহরী’

English summary
Corona update of west bengal, Mamata Banerjee's advice for health workers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X