For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Corona Update: ২৪ ঘন্টায় বাংলায় সংক্রমণ ১২৭৩, মৃতের সংখ্যা কমে পাঁচ

  • |
Google Oneindia Bengali News

ধীরে ধীরে সুস্থ হচ্ছে বাংলা! গত কয়েকদিন ধরে লাগাতার দু'হাজারের উপর ছিল করোনা'র সংক্রমণ। এমনকি সংক্রমণের হার বাংলায় তিন হাজারও ছাড়িয়ে গিয়েছে। যা রীতিমত আতঙ্ক বাড়ায়। এই অবস্থায় কিছুটা হলেও স্বস্তি'র ছবি। দীর্ঘদিন পর ১৫০০ এরও নীচে নামল বাংলায় সংক্রমণের হার। কিন্তু এরপরেই নুন্যতম সোশ্যাল ডিসটেন্স মেনে চলার কথা বলা হছে। এমনকি মাস্ক পড়ে চলার কথাও বলা হয়েছে।

মৃতের সংখ্যা কমে পাঁচ

মঙ্গলবার রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান জানাচ্ছে, গত ২৪ ঘন্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ১২৭৩ জন। মঙ্গলবার এই সংখ্যা ছিল মাত্র ১২৩২। সামান্যই এদিন বেড়েছে করোনা সংক্রমণ। রাজ্যের মোট করোনা সংক্রমিতের সংখ্য়া ২০ লক্ষ ৮৮ হাজার ৯৮৮ জন। অন্যদিকে স্বস্তি দিয়ে এদিন কমেছে মৃতের সংখ্যাও। গত কয়েকদিন ধরে লাগাতার ৭ জনকে করোনায় মৃত্যু হচ্ছিল। তা নিয়ে একটা উদ্বেগ তৈরি হচ্ছিল। এই অবস্থায় কিছুটা হলেও স্বস্তির ছবি উঠে আসল স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যানে। তথ্য বলছে গত ২৪ ঘন্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে রাজ্যে। যদিও এর মধ্যে দুজনের মৃত্যু হয়েছে কলকাতায়।

অন্যদিকে সংক্রমনের নিরিখে ফের একবার শীর্ষে চলে এসেছে। গত ২৪ ঘন্টায় এই জেলায় ২৫০ এরও বেশি মানুষ করোনাতে আক্রান্ত হয়েছেন। দ্বিতীয় তালিকাতে রয়েছে উত্তর ২৪ পরগণা। একদিনে আক্রান্ত ১৬০ জন করোনা আক্রান্ত হয়েছেন। তবে তাৎপর্যপূর্ণ ভাবে সংক্রমণের নিরিখে থারড পজিশন ধরে রেখেছে বীরভূম। গত ২৪ ঘণ্টায় ১১০ জন করোনা আক্রান্ত হয়েছেন এই জেলাতে। এই জেলায় কীভাবে সংক্রমণ বাড়ছে তা নিয়ে একটা উদ্বেগ রয়েছে চিকিৎসকদের মধ্যে।

অন্যদিকে স্বস্তি দিয়ে কিছু টা হলেও কমেছে পজিটিভিটি রেট। প্রায় ৮ শতাংশের বেশি রয়েছে। তবে মঙ্গলবার সেই রেট ৯ এর বেশি ছিল বলেই জানা যাচ্ছে। অন্যদিকে সুস্থতার হারও স্বস্তি দিচ্ছে। স্বাস্থ্য দফতরের তথ্য বলছে, এই মুহূর্তে রাজ্যে সুস্থতার হার ৯৮.০২ শতাংশ। তবে পুরো পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে স্বাস্থ্য দফতরের তরফে

তবে একদিকে যেমন করোনা নিয়ে চিন্তা বাড়ছে অন্যদিকে মাঙ্কিপক্স নিয়েও একটা উদ্বেগ বাড়ছে ভারতে। একের পর এক কেস ধরা পড়ছে দেশে। এই অবস্থায় ভ্যাকসিন নিয়েই আলোচনা শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। নীতি আয়োগের আধিকারিক তথা কোভিড-১৯ জাতীয় টাস্ক ফোর্সের প্রধান বিনোদ কুমার পল জানিয়েছেন, বিশ্বের সঙ্গে ভারতে মাঙ্কি পক্সে আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। মাঙ্কি পক্সের ভ্যাকসিনের বিষয়টি ভারত চিন্তাভাবনা করতে শুরু করছে। ইতিমধ্যে বেশ কয়েকটি ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থার সঙ্গে আলোচনা করেছে। তবে এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

অর্পিতার ফ্ল্যাটে নাকি লুকানো gold bar! বড় মেশিন দিয়ে চলছে টাকা গোনা অর্পিতার ফ্ল্যাটে নাকি লুকানো gold bar! বড় মেশিন দিয়ে চলছে টাকা গোনা

English summary
Corona update: 1273 more covid cases in West Bengal, 5 death in one day
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X