For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লকডাউনের ঘেরাটোপে রাজ্য, এক নজরে দেখে নিন জনশূন্য কন্টেইনমেন্ট জোন গুলির সামগ্রিক চিত্র

লকডাউনের ঘেরাটোপে রাজ্য, এক নজরে দেখে নিন জনশূন্য কন্টেইনমেন্ট জোন গুলির সামগ্রিক চিত্র

  • |
Google Oneindia Bengali News

গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা রেকর্ড গড়েছে। এই প্রথমবার রাজ্যে আক্রান্তের সংখ্যা ১০০০ ছাড়াল। পরিস্থিতি মোকাবিলায় গত বৃহস্পতিবার বিকেল ৫টা থেকেই রাজ্যের কনটেনমেন্ট জোনগুলিতে ৭দিনের কড়া লকডাউন জারি করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। লকডাউনের দ্বিতীয় দিনে কনটেনমেন্ট জোন গুলিতে ফের দেখা গেল তিন মাস আগের সেই পুরোনো ছবি, শুক্রবার সারাদিন শুনশানই থাকল রাস্তাঘাট।

লকডাউনের দ্বিতীয় দিনে কনটেনমেন্ট জোনে নির্জনতার ছবি

লকডাউনের দ্বিতীয় দিনে কনটেনমেন্ট জোনে নির্জনতার ছবি

আনলকের স্বাদ পেতে না পেতেই ফের লকডাউনে রাজ্যের কিছু এলাকা। তবে এবার আর পুলিশকে লাঠি হাতে সাধারণ মানুষকে বোঝাতে হয়নি লকডাউনের মানে। লকডাউনের দ্বিতীয় দিনে স্বইচ্ছাতেই গৃহবন্দী থাকলেন মানুষ, সারাদিন শহরের একাধিক অঞ্চলে ধরা পড়ল নির্জনতার চিত্র। তিনমাস আগের সেই পুরোনো অভ্যেসই বোধহয় এইবারের লকডাউনকে খানিক সহজ করে দিয়েছে।

 ২৩টি জেলার ২০টিতেই রয়েছে কনটেনমেন্ট জোন

২৩টি জেলার ২০টিতেই রয়েছে কনটেনমেন্ট জোন

মূলত রাজ্যের যেসমস্ত জায়গায় সংক্রমণ খুব বেশি, সেইসব অঞ্চলেই আগামী ৭দিন কড়া লকডাউন পালনের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বর্তমানে রাজ্যে যে ২৩টি জেলা রয়েছে তারমধ্যে কমবেশি ২০টি জেলাতেই রয়েছে কনটেনমেন্ট জোন। খোদ কলকাতাতেই রয়েছে ২৫টি কনটেনমেন্ট জোন, হাওড়ায় কনটেনমেন্ট জোনের সংখ্যা ৫৬, উত্তর ২৪ পরগণার আওতায় রয়েছে মোট ৯৪টি কনটেনমেন্ট জোন। তবে পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম ও কোচবিহার খানিকটা আশার আলো দেখাচ্ছে। এই তিনটি জেলার একটাতেও নেই কনটেনমেন্ট জোন।

চলছে পুলিশি টহল, আইন ভাঙলেই হবে কড়া শাস্তি

চলছে পুলিশি টহল, আইন ভাঙলেই হবে কড়া শাস্তি

চিহ্নিত কনটেনমেন্ট জোনগুলিতে বৃহস্পতিবার বিকেল ৫টা থেকেই বন্ধ রয়েছে সরকারি,বেসরকারি সমস্ত বাস চলাচল। পাশাপাশি বন্ধ রয়েছে দোকানপাটও। জায়গায় জায়গায় বসানো হয়েছে ব্যারিকেড। সাথে সাথে চলছে কড়া পুলিশি টহলও।এইসমস্ত অঞ্চলে প্রয়োজনীয় পণ্যের দোকান মাত্র ৪ ঘন্টা খোলার নির্দেশ রয়েছে।তবে কিছু জায়গায় পুলিশকে শক্তি প্রয়োগ করেই সাধারণ মানুষকে ঘরে থাকতে বাধ্য করতে হয়েছে বলেও জানা যাচ্ছে।

একদিনের আক্রান্ত ও মৃতের নিরিখে রেকর্ড গড়ল রাজ্য

একদিনের আক্রান্ত ও মৃতের নিরিখে রেকর্ড গড়ল রাজ্য

গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১০৮৮, যা এযাবৎকালের মধ্যে সর্বোচ্চ। পাশাপাশি মৃত্যুতেও রেকর্ড গড়েছে রাজ্য। গত ২৪ ঘন্টায় রাজ্যে মৃত্যু হয়েছে মোট ২৭ জনের। এখনও অবধি একদিনের নিরিখে এটিই সর্বোচ্চ। গোটা দেশে ইতিমধ্যেই করোনায় আক্রান্ত প্রায় ৭,৯৮,১২৮। মৃত ২১,৬৫৪।

করোনা আবহে দিশেহারা কলকাতাবাসী! বেসরকারি হাসপাতালেও শয্যার জন্য হাহাকারকরোনা আবহে দিশেহারা কলকাতাবাসী! বেসরকারি হাসপাতালেও শয্যার জন্য হাহাকার

English summary
containment zones in Bengal deserted on the second day of Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X