For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ছাত্রদের ঠেকাতে বাউন্সার! করোনার থেকেও ভয়ঙ্কর হাসপাতালে বেড না পাওয়া, মমতার সরকারকে নিশানা সুজনের

ছাত্রদের ঠেকাতে বাউন্সার! করোনার থেকেও ভয়ঙ্কর হাসপাতালে বেড না পাওয়া, মমতার সরকারকে নিশানা সুজনের

  • |
Google Oneindia Bengali News

করোনা সংক্রমণে পশ্চিমবঙ্গ ভয়াবহ জায়গায় গিয়ে পৌঁছেছে। করোনা হওয়ার থেকেও ভয়টা বেশি চেপে বসেছে, হাসপাতালে বেড পাবে কিনা। মন্তব্য করেছেন বিধানসভায় বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী। তিনি বলেন, করোনা যতটা না ভয়ানক, তার থেকে বেশি হয়ে যাচ্ছে রাজ্যের স্বাস্থ্যের অব্যবস্থা।

 সরকার আছে কি রাজ্য, প্রশ্ন সুজনের

সরকার আছে কি রাজ্য, প্রশ্ন সুজনের

সুজন চক্রবর্তী এদিন একের পর এক উদাহরণ তুলে ধরে বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগের। সেই তালিকায় যেমন ছিল ইচ্ছাপুরের উচ্চমাধ্যমিকের ছাত্র কিংবা জয়নগরের রুইদাস পরিবার, তেমনই দমদমের সরকারি আধিকারিক। এই তালিকায় তিনি স্কুলের শিক্ষক থেকে শুরু করে কাউন্সিলরের কথাও উল্লেখ করেন। তাঁর প্রশ্ন রাজ্যে কি সরকার আছে, স্বাস্থ্য দফতর বলে কি কিছু আছে।

জালিয়াতি করছে স্বাস্থ্য দফতর

জালিয়াতি করছে স্বাস্থ্য দফতর

সুজন চক্রবর্তীর অভিযোগ জালিয়াতি করছে স্বাস্থ্য দফতর। শুরু থেকেই এই অসত্য তথ্য দিয়েছে এবং জালিয়াতি শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। চিকিৎসা নিয়ে জালিয়াতি করেছে সরকার। এমন কী মৃত্যুর সংখ্যা নিয়েও সরকার জালিয়াতি করেছে বলেও অভিযোগ করেছেন তিনি।

হাসপাতালের বেড নিয়ে জালিয়াতি

হাসপাতালের বেড নিয়ে জালিয়াতি

সরকার হাসপাতালের বেড নিয়ে জালিয়াতি করছে বলেও অভিযোগ করেছেন বাম পরিষদীয় নেতা। তিনি বলেছেন, চিকিৎসকরা বলছেন বেড নেই, দফতর বলছে আছে। তিনি বলেন সরকারি পরিসংখ্যান বলছে বেড ফাঁকা রয়েছে ৫২ টা। কিন্তু সেখানে গিয়ে দেখা যাচ্ছে বেড ফাঁকা নেই।

বিরোধীরা সরকারকে সাহায্য করেছে

বিরোধীরা সরকারকে সাহায্য করেছে

সুজন চক্রবর্তী দাবি করেন, বিরোধীরা সরকারকে সাহায্য করেছে। তিনি বলেন, সরকার বলেছে লকডাউন, সবাই তা মেনে নিয়েছে। বিরোধীরা গঠনমূলক মনোভাব নিয়েছে বলেও দাবি করেছেন তিনি।

ছাত্রদের ঠেকাতে বাউন্সার

ছাত্রদের ঠেকাতে বাউন্সার

মঙ্গলবার সিপিএম-এর ছাত্র সংগঠন এসএফআই-এর কর্মসূচি আটকাতে বাউন্সার নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

সরকারকে বার্তা দেবে বাম-কংগ্রেস

সরকারকে বার্তা দেবে বাম-কংগ্রেস

সরকারকে বার্তা দিতে বাম ও কংগ্রেসের কলকাতা ও আশপাশের বিধায়করা বৃহস্পতিবার বিধানসভার সামনে বসবেন। তাতেও যদি কাজ না হয়, তাহলে নবান্নের দরজায় তারা হাজিরা দেবেন বলেও জানিয়েছেন সুজন চক্রবর্তী।

৯৯% মানুষ আম্ফানের ক্ষতিপূরণ পেয়েছেন! কেউ কেউ বাড়াবাড়ি করছে, বিরোধীদের নিশানা মুখ্যমন্ত্রীর৯৯% মানুষ আম্ফানের ক্ষতিপূরণ পেয়েছেন! কেউ কেউ বাড়াবাড়ি করছে, বিরোধীদের নিশানা মুখ্যমন্ত্রীর

English summary
Corona is horrible, more horrible than not getting hospital bed, say Sujan Chakraborty
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X