For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুজোকে হাতিয়ার করেই বাড়ছে সংক্রমণের ধার! করোনা-বৃষ্টির জোড়া ফাঁড়ায় কেমন কাটছে ষষ্ঠীর বোধন?

পুজোকে হাতিয়ার করেই বাড়ছে সংক্রমণের ধার! করোনা-বৃষ্টির জোড়া ফাঁড়ায় কেমন কাটছে ষষ্ঠীর বোধন?

  • |
Google Oneindia Bengali News

সকাল থেকেই মুখ ভার আকাশের। ইতিমধ্যেমী অষ্ঠমী পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। করোনাকালের দুর্গাপুজোয় বিষাদের মেঘে ঢেকেছে ষষ্ঠীর আকাশ। তারমাঝেই মণ্ডপে মণ্ডপে শুরু দেবীর বোধন। এদিকে করোনা সংক্রমণের বাড়বাড়ন্ত ঠেকাতে চলতি সপ্তাহেই দর্শকশূন্য পুজো করার নির্দেশ কলকাতা হাইকোর্ট।

ডাক্তারের ভূমিকায় স্বয়ং দেবী দুর্গা

ডাক্তারের ভূমিকায় স্বয়ং দেবী দুর্গা

এদিকে মহামারীর মাঝে এবার এবারের মণ্ডপসজ্জা হোক বা প্রতিমা নির্মাণ প্রতিক্ষেত্রেই রয়েছে অভিনবত্বের ছোঁয়া। সাম্প্রতিক পরিস্থিতির মাথায় রেখে একাধিক জায়গাতেই করোনা যোদ্ধাদের কুর্নিশ জানাচ্ছেন পুজো উদ্যোক্তারা। ইতিমধ্যেই কোথাও ডাক্তারের রূপে তো কোথাও নার্সের ভূমিকায় দেখা গেছে দেবী দুর্গাকে। আবার কোথাও পরিযায়ী শ্রমিকের বেশেই ধরা দিয়েছেন দেবী দুর্গা

করোনা যোদ্ধার বেশে মণ্ডপে হাজির লক্ষ্মী, গণেশ, সরস্বতী

করোনা যোদ্ধার বেশে মণ্ডপে হাজির লক্ষ্মী, গণেশ, সরস্বতী

অন্যিদকে অনেক পুজো মণ্ডপেই ভুড়িওয়ালা পুলিশের বেশে দেখা গেছে গনেশকে। কোথাও আবার নার্সের বেশে লক্ষ্মী, সাংবাদিক রূপে হাজির হয়েছেন সরস্বতী, স্বাস্থ্যকর্মী কার্ত্তিক। এদিকে কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলেছে করোনাকালীন থিম। বাহবাও পেয়েছে নেটিজেনদের।

পুজো কে হাতিয়ার করেই সংক্রমণের ধার বাড়াচ্ছে মারণ করোনা

পুজো কে হাতিয়ার করেই সংক্রমণের ধার বাড়াচ্ছে মারণ করোনা

এদিকে পুজোর আবহেই নতুন জাঁকিয়ে বসছে করোনা সংক্রমণ। চুর্তর্থীতেই পার করেছে ৪ হাজার আক্রান্তের গণ্ডি। সঠিক ভাবে করোনা বিধি না মানা হলে পুজো পরবর্তী সময়ে রাজ্যের অবস্থা যে আরও খারাপ হবে তা আর বলা অপেক্ষা রাখে। এদিকে করোনা রুখে বদ্ধ পরিকর রাজ্য প্রশাসনও। পঞ্জমীর রাত থেকে প্রতিটা পুজো মণ্ডেপ সামনে চলছে পুলিশি টহলদারি।

করোনা আর বৃষ্টির জোড়া ফাঁড়া

করোনা আর বৃষ্টির জোড়া ফাঁড়া

এদিকে ইতিমধ্যেই প্রতিটি পুজো মণ্ডপের সামনে নো এন্ট্রি বোর্ড লাগানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। শুধুমাত্র পুজো উদ্যোক্তাদের তরফে ৫০জন সদস্য মণ্ডপের মধ্যে প্রবেশাধিকার পাবে বলেও হাইকোর্টের তরফে জানানো হয়েছে। এদিকে তৃতীয়ার দিনই হাইকার্টের এই রায়ের পর চুতুর্থীর দিনই কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলা চেনা ভিড়ের ছবিটা আর দেখা যায়নি। জনশূন্য পঞ্চমীর সাক্ষী থেকে কলকাতা। এমতাবস্থায় করোনা আর বৃষ্টির জোড়া ফাঁড়ায় ষষ্ঠীর রাত কেমন কাটে এখন সেটাই দেখার।

বাংলার কৃষ্টি, ঐতিহ্যকে মনে করিয়ে পুজোর বাংলাকে কোন বার্তা প্রধানমন্ত্রী মোদীরবাংলার কৃষ্টি, ঐতিহ্যকে মনে করিয়ে পুজোর বাংলাকে কোন বার্তা প্রধানমন্ত্রী মোদীর

দুর্গাপুজোর সমস্ত খবর, ছবি, ভিডিও দেখুন এক ক্লিকে

English summary
corona infection is increasing in durgapuja how mahasasthi is celebrated in corona and rain
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X