For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা সংক্রমণ নিম্নমুখী হওয়ার দিনে কলকাতায় উদ্বেগ বাড়াল মৃত্যু, স্বস্তি উত্তর ২৪ পরগনায়

করোনা সংক্রমণ নিম্নমুখী হওয়ার দিনে কলকাতায় উদ্বেগ বাড়াল মৃত্যু, মৃতের সংখ্যায় স্বস্তি ফিরল উত্তর ২৪ পরগনা জেলায়।

  • |
Google Oneindia Bengali News

বাংলায় করোনা সংক্রমণ একলাফে অনেকটাই কমেছে সোমবার। সংক্রমণ কমেছে কলকাতা ও উত্তর ২৪ পরগনা জেলাতেও। কিন্তু করোনায় মৃত্যু সংখ্যা কলকাতায় সেই উদ্বেগজনকই থেকে গিয়েছে। উত্তর ২৪ পরগনায় করোনা সংক্রমণে মৃতের সংখ্যা এদিন অনেকটাই কম। দুই জেলাতেই সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমছে।

করোনা সংক্রমণে স্বস্তির দিনে কলকাতায় উদ্বেগ মৃতের সংখ্যায়


কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
সোমবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৮৩৪। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৪০৩। উত্তর ২৪ পরগনায় ৪০৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা সক্রিয়ের সংখ্যা কমছে। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ২৭৯৮ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ২১৫৯।


একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ১১৬৬৪৫। শুধু এদিনই কলকাতায় ৪০৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ২৭৯৮ জনের। এদিন মৃত্যু হয়েছে ১৬ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ১০৮৬৯০ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৫১৫৭ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৭১৩ জন।


উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ১১০১২৮ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৪০৬ জন। মৃত্যু হয়েছে মোট ২১৫৯ জনের। এদিন মৃত্যু হয়েছে ৫ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ১০৩৭০০ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৪২৬৯ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৬৮৮ জন।


দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে উঠে এসেছে। দক্ষিণ ২৪ পরগনায় ১৪২ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৩৪৪০৪। হাওড়ায় মোট আক্রান্ত এখন পর্যন্ত ৩৩১৯১ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৭৬ জন। হুগলিতে ৯৯ জন বেড়ে আক্রান্ত ২৭০০৫ জন।


অন্যান্য জেলায় করোনা পরিসংখ্যান
এছাড়া আলিপুরদুয়ারে ৭৪৭৩, কোচবিহারে ১১২৭৩, দার্জিলিংয়ে ১৬৮১৮, কালিম্পংয়ে ২০৬০, জলপাইগুড়িতে ১৩৬৩৮, উত্তর দিনাজপুরে ৬১৬০, দক্ষিণ দিনাজপুরে ৭৯৬০, মালদহে ১২০৬০, মুর্শিদাবাদে ১১৪৩৬, নদিয়ায় ২০২৪২, বীরভূমে ৮৯৭৩, পুরুলিয়ায় ৬৫১৮, বাঁকুড়ায় ১০৭৬৭, ঝাড়গ্রামে ২৮২৮, পশ্চিম মেদিনীপুরে ১৯০৪১, পূর্ব মেদিনীপুরে ১৯১৭৩, পূর্ব বর্ধমানে ১১৫১৩, পশ্চিম বর্ধমানে ১৪৩১০ জন মোট আক্রান্ত হয়েছেন। মোট ৬৬ জন আক্রান্ত হয়েছেন অন্যান্য রাজ্যের বাসিন্দা।

English summary
Corona infection decreased but death toll still increased in and Kolkata. Coronavirus infection statistics of all districts of West Bengal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X