For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় নিম্নমুখী হয়েছে সংক্রমণ, উদ্বেগ বাড়াচ্ছে মৃত্যু হার

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় সংক্রমিতের সংখ্যা একটু কমেছে আগের তুলনায়। কিন্তু উদ্বেগ প্রশমিত হচ্ছে না মৃত্যু হার নিয়ে।

  • |
Google Oneindia Bengali News

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় সংক্রমিতের সংখ্যা একটু কমেছে আগের তুলনায়। কিন্তুউদ্বেগ প্রশমিত হচ্ছে না মৃত্যু হার নিয়ে। কলকাতা ও উত্তর ২৪ পরগনা- দই জেলাতেই করোনাজয়ীর সংখ্যা লক্ষ ছাড়িয়ে গিয়েছে। কমছে সক্রিয়ের সংখ্যাও। বাংলার দুই জেলায় দৈনিক মৃত্যু সমান হারেই চলছে। উদ্বেগ অব্যাহত।

কলকাতা-উত্তর ২৪ পরগনায় নিম্নমুখী সংক্রমণ, উদ্বেগ মৃত্যুহারে

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
শুক্রবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৭৫৩। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৬৭৯। উত্তর ২৪ পরগনায় ৬৬৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা সক্রিয়ের সংখ্যা কমছে। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ২৭৫৫ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ২১২৯।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ১১৪৯১২। শুধু এদিনই কলকাতায় ৬৭৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ২৭৫৫ জনের। এদিন মৃত্যু হয়েছে ১৩ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ১০৬৫৩৫ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৫৬২২ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৭৩৫ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ১০৮৪২৮ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৬৬৪ জন। মৃত্যু হয়েছে মোট ২১২৯ জনের। এদিন মৃত্যু হয়েছে ১৫ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ১০১৫৮৯ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৪৭১০ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৭৩৯ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে উঠে এসেছে। দক্ষিণ ২৪ পরগনায় ১৪৮ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৩৩৯৬৪। হাওড়ায় মোট আক্রান্ত এখন পর্যন্ত ৩২৮৪২ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১৫৫ জন। হুগলিতে ১৪৩ জন বেড়ে আক্রান্ত ২৬৬৭৩ জন।

অন্যান্য জেলায় করোনা পরিসংখ্যান
এছাড়া আলিপুরদুয়ারে ৭৪৩০, কোচবিহারে ১১১৫৪, দার্জিলিংয়ে ১৬৫৭৭, কালিম্পংয়ে ১৯৭৭, জলপাইগুড়িতে ১৩৪২০, উত্তর দিনাজপুরে ৬১৩৪, দক্ষিণ দিনাজপুরে ৭৯৩৪, মালদহে ১১৯৩৭, মুর্শিদাবাদে ১১৩২৮, নদিয়ায় ১৯৮৬৮, বীরভূমে ৮৭৭৫, পুরুলিয়ায় ৬৪৩৫, বাঁকুড়ায় ১০৫৮৭, ঝাড়গ্রামে ২৭৯৮, পশ্চিম মেদিনীপুরে ১৮৮৮৩, পূর্ব মেদিনীপুরে ১৮৯৫৪, পূর্ব বর্ধমানে ১১৩৫৩, পশ্চিম বর্ধমানে ১৪০৭৬ জন মোট আক্রান্ত হয়েছেন। মোট ৬৬ জন আক্রান্ত হয়েছেন অন্যান্য রাজ্যের বাসিন্দা।

English summary
Corona death rate is high in North 24 Pargana and Kolkata districts. Coronavirus infection statistics of all districts of West Bengal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X