কলকাতা-উত্তর ২৪ পরগনার দৈনিক সংক্রমণ শুধু দেড়শোর উপরে, করোনায় স্বস্তি বাকি জেলায়
করোনায় কলকাতা ও উত্তর ২৪ পরগনার দৈনিক সংক্রমণ শুধু ১০০-র উপরে। বাকি সব জেলাতেই দৈনিক সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে। এরপর একমাত্র দক্ষিণ ২৪ পরগনায় ৪৭ জন আক্রান্ত হয়েছেন নতুন। বাকি জেলায় ১ থেকে ৩৩-এর মধ্যে রয়েছে করোনার সংক্রমণ। করোনাজয়ীর সংখ্যায় উত্তর ২৪ পরগনাকে টেক্কা দিয়েছে কলকাতা।


কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
শুক্রবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা খানিক বেড়ে হয়েছে ৬২৩। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ১৭১। উত্তর ২৪ পরগনায় ১৮৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা গ্রাফ কমছে ধীরে ধীরে। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ৩০৪০ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ২৪২৭।
একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ১২৬৪২১। শুধু এদিনই কলকাতায় ১৭১ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৩০৪০ জনের। এদিন মৃত্যু হয়েছে ৫ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ১২১৯৬১ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১৪২০ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১৮৫ জন।
উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ১২০০৪২জন। এদিন আক্রান্ত হয়েছেন ১৮৫ জন। মৃত্যু হয়েছে মোট ২৪২৭ জনের। এদিন মৃত্যু হয়েছে ৫ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ১১৫৮২২ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১৭৯৩ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১৪৯ জন।
দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে উঠে এসেছে। দক্ষিণ ২৪ পরগনায় ৪৭ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৩৬৬৮৬। হাওড়ায় মোট আক্রান্ত এখন পর্যন্ত ৩৫২২২ জন। এদিন আক্রান্ত হয়েছেন ২৯ জন। হুগলিতে ৩৩ জন বেড়ে আক্রান্ত ২৯১২৬ জন।
অন্যান্য জেলায় করোনা পরিসংখ্যান
এছাড়া আলিপুরদুয়ারে ৭৬৭৪, কোচবিহারে ১১৭৬৮, দার্জিলিংয়ে ১৮১২৪, কালিম্পংয়ে ২২০০, জলপাইগুড়িতে ১৪৫৪২, উত্তর দিনাজপুরে ৬৫৩৯, দক্ষিণ দিনাজপুরে ৮১২৮, মালদহে ১২৫৯৪, মুর্শিদাবাদে ১২১৪৭, নদিয়ায় ২২২৫৩, বীরভূমে ৯৮৫৯, পুরুলিয়ায় ৭০৯৭, বাঁকুড়ায় ১১৬২২, ঝাড়গ্রামে ৩০১০, পশ্চিম মেদিনীপুরে ২০০৮৪, পূর্ব মেদিনীপুরে ২০৪৩২, পূর্ব বর্ধমানে ১২৫১২, পশ্চিম বর্ধমানে ১৫৯৫০ জন মোট আক্রান্ত হয়েছেন। মোট ৬৬ জন আক্রান্ত হয়েছেন অন্যান্য রাজ্যের বাসিন্দা।