For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতা-উত্তর ২৪ পরগনায় দৈনিক করোনা সংক্রমণ ৫০-এর নিচে, একনজরে জেলা

কলকাতা-উত্তর ২৪ পরগনায় দৈনিক করোনা সংক্রমণ এই প্রথমবার কমে ৫০-এর নিচে নামল। অন্য জেলায় সংক্রমণ অনেকদিনই নিয়ন্ত্রণে চলে এসেছিল।

  • |
Google Oneindia Bengali News

কলকাতা-উত্তর ২৪ পরগনায় দৈনিক করোনা সংক্রমণ এই প্রথমবার কমে ৫০-এর নিচে নামল। অন্য জেলায় সংক্রমণ অনেকদিনই নিয়ন্ত্রণে চলে এসেছিল। এই প্রথমবার কলকাতা ও উত্তর ২৪ পরগনা জেলার সংক্রমণ একসঙ্গে ৫০-এর নিচে নামল। মাত্র ছয় জেলায় সংক্রমণ ১০-এর উপরে। বাকি সব জেলাতেই ১০-এর নিচে দৈনিক সংক্রমণ।

কলকাতা-উত্তর ২৪ পরগনায় দৈনিক করোনা সংক্রমণ ৫০-এর নিচে

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
শুক্রবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা আরও কমে হয়েছে ১৯৪। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৪৯। উত্তর ২৪ পরগনায় ৪৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা গ্রাফ কমেছে অনেকটাই। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ৩০৮০ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ২৪৮৬।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ১২৮০৮৯। শুধু এদিনই কলকাতায় ৪৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৩০৮০ জনের। এদিন মৃত্যু হয়েছে ১ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ১২৩৮৪৭ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১১৬২ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৫৭ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ১২২০৩০ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৪৮ জন। মৃত্যু হয়েছে মোট ২৪৮৬ জনের। এদিন মৃত্যু হয়েছে ১ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ১১৮৩৭৫ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১১৬৯ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৮৪ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ৭ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৩৭০০৯। হাওড়ায় মোট আক্রান্ত এখন পর্যন্ত ৩৫৫৭৩ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৬ জন। হুগলিতে ১২ জন বেড়ে আক্রান্ত ২৯৪৭২ জন।

অন্যান্য জেলায় করোনা পরিসংখ্যান
এছাড়া আলিপুরদুয়ারে ৭৭০১, কোচবিহারে ১১৮২১, দার্জিলিংয়ে ১৮৩৪৩, কালিম্পংয়ে ২২২৭, জলপাইগুড়িতে ১৪৬৪৫, উত্তর দিনাজপুরে ৬৬৩১, দক্ষিণ দিনাজপুরে ৮১৬১, মালদহে ১২৬৬০, মুর্শিদাবাদে ১২২৬৮, নদিয়ায় ২২৫৪৩, বীরভূমে ৯৯৮৪, পুরুলিয়ায় ৭১৯৪, বাঁকুড়ায় ১১৮৭৩, ঝাড়গ্রামে ৩০৪১, পশ্চিম মেদিনীপুরে ২০১৭৭, পূর্ব মেদিনীপুরে ২০৬১৩, পূর্ব বর্ধমানে ১২৬২৪, পশ্চিম বর্ধমানে ১৬২৩৬ জন মোট আক্রান্ত হয়েছেন। মোট ৬৬ জন আক্রান্ত হয়েছেন অন্যান্য রাজ্যের বাসিন্দা।

English summary
Corona daily infection is below fifty first time in Kolkata and North 24 pargana. Corona Update of all districts of West Bengal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X