For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনাজয়ীর সংখ্যা দু’লাখ ছুঁই ছুঁই, স্বস্তির চিত্র বাংলায়

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনাজয়ীর সংখ্যা দু’লাখ ছুঁই ছুঁই, এটুকুই যা স্বস্তির চিত্র বাংলার দুই জেলায়। কলকাতার পর উত্তর ২৪ পরগনার করোনা সংক্রমণও লাখ ছাড়িয়ে গিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনাজয়ীর সংখ্যা দু'লাখ ছুঁই ছুঁই, এটুকুই যা স্বস্তির চিত্র বাংলার দুই জেলায়। কলকাতার পর উত্তর ২৪ পরগনার করোনা সংক্রমণও লাখ ছাড়িয়ে গিয়েছে। বাংলার জেলায় জেলায় করোনা সংক্রমণ কমলেও প্রতিদিনই দৈনিক সংক্রমণ উদ্বেগ বাড়াচ্ছে ওই দুই জেলায়। করোনা সক্রিয়ের সংখ্যা কমেছে পাঁচ হাজারের নিচে।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনাজয়ীর সংখ্যা দু’লাখ ছুঁই ছুঁই

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
শনিবার বাংলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩১৭৫। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৭৮৮। উত্তর ২৪ পরগনায় ৭২৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা সক্রিয়ের সংখ্যা এদিন অনেকটাই কমেছে। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ২৬৬৫ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ২০৪২।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
শনিবার পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ১১০৭৩৭। শুধু এদিনই কলকাতায় ৭৮৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ২৬৬৫ জনের। এদিন মৃত্যু হয়েছে ১৪ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ১০২১৬৭ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৫৯০৫ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৮৫৭ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ১০৪৪৫০ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৭২৯ জন। মৃত্যু হয়েছে মোট ২০৪২ জনের। এদিন মৃত্যু হয়েছে ১০ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৯৭২৬৪ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৫১৪৪ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৮৩২ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে উঠে এসেছে। দক্ষিণ ২৪ পরগনায় ২৬১ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৩২৯৮৪। হাওড়ায় মোট আক্রান্ত এখন পর্যন্ত ৩১৯৬৫ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১২৫ জন। হুগলিতে ১১৩ জন বেড়ে আক্রান্ত ২৫৮০১ জন।

অন্যান্য জেলায় করোনা পরিসংখ্যান
এছাড়া আলিপুরদুয়ারে ৭৩৩৬, কোচবিহারে ১০৮৮৩, দার্জিলিংয়ে ১৫৯৯৪, কালিম্পংয়ে ১৮৯৮, জলপাইগুড়িতে ১২৯৮৪, উত্তর দিনাজপুরে ৬০০২, দক্ষিণ দিনাজপুরে ৭৮৬৮, মালদহে ১১৭৪৪, মুর্শিদাবাদে ১১০৬৯, নদিয়ায় ১৯১০১, বীরভূমে ৮৪০৭, পুরুলিয়ায় ৬২৮৬, বাঁকুড়ায় ১০১৭৮, ঝাড়গ্রামে ২৬৯৯, পশ্চিম মেদিনীপুরে ১৮৩৪৫, পূর্ব মেদিনীপুরে ১৮৫১৩, পূর্ব বর্ধমানে ১০৮২৫, পশ্চিম বর্ধমানে ১৩৫৬২ জন মোট আক্রান্ত হয়েছেন। মোট ৬৬ জন আক্রান্ত হয়েছেন অন্যান্য রাজ্যের বাসিন্দা।

English summary
Corona affected over two lacs in North 24 Pargana and Kolkata and corona winners almost two lacs. Coronavirus infection statistics of all districts of West Bengal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X