For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় কমল করোনা সক্রিয়, আক্রান্তের সংখ্যা ও মৃত্যু হারে উদ্বেগ

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনাজয়ীর সংখ্যা দু’লাখ ছাড়িয়ে গিয়েছে। কমছে সক্রিয়ের সংখ্যাও। কিন্তু উদ্বেগ প্রশমিত হচ্ছে না আক্রান্ত ও মৃত্যু হার নিয়ে।

  • |
Google Oneindia Bengali News

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনাজয়ীর সংখ্যা দু'লাখ ছাড়িয়ে গিয়েছে। কমছে সক্রিয়ের সংখ্যাও। কিন্তু উদ্বেগ প্রশমিত হচ্ছে না আক্রান্ত ও মৃত্যু হার নিয়ে। সংক্রমণের সঙ্গে বাংলার এই দুই জেলায় দৈনিক মৃত্যুও হয়ে চলেছে একই হারে। করোনা সংক্রমণ দুই জেলাতেই লাখ ছাড়িয়ে গিয়েছে।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় কমল করোনা সক্রিয়, মৃত্যুহারে উদ্বেগ


কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
মঙ্গলবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৯৪১। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৭১০। উত্তর ২৪ পরগনায় ৬০২ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা সক্রিয়ের সংখ্যা গতদিনের তুলনায় ফের একটু বাড়ল। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ২৭০৬ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ২০৮৯।


একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ১১২৮৫৮। শুধু এদিনই কলকাতায় ৭১০ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ২৭১৬ জনের। এদিন মৃত্যু হয়েছে ১৬ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ১০৪২৫৪ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৫৮৯৮ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৭৬১ জন।


উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ১০৬৪০৫ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৬০২ জন। মৃত্যু হয়েছে মোট ২০৮৯ জনের। এদিন মৃত্যু হয়েছে ১৮ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৯৯৩৩৬ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৪৯৮০ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৭৪৯ জন।


দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে উঠে এসেছে। দক্ষিণ ২৪ পরগনায় ১৮৩ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৩৩৪৬৬। হাওড়ায় মোট আক্রান্ত এখন পর্যন্ত ৩২৪১৪ জন। এদিন আক্রান্ত হয়েছেন ২০৫ জন। হুগলিতে ২০৬ জন বেড়ে আক্রান্ত ২৬২৬৪ জন।


অন্যান্য জেলায় করোনা পরিসংখ্যান
এছাড়া আলিপুরদুয়ারে ৭৩৯২, কোচবিহারে ১১০৪১, দার্জিলিংয়ে ১৬২৯৪, কালিম্পংয়ে ১৯৪৩, জলপাইগুড়িতে ১৩২০৩, উত্তর দিনাজপুরে ৬০৭৭, দক্ষিণ দিনাজপুরে ৭৮৯৯, মালদহে ১১৮৫৩, মুর্শিদাবাদে ১১১৯১, নদিয়ায় ১৯৫১৬, বীরভূমে ৮৫৪৫, পুরুলিয়ায় ৬৩৭০, বাঁকুড়ায় ১০৩৫৭, ঝাড়গ্রামে ২৭৪৫, পশ্চিম মেদিনীপুরে ১৮৬০১, পূর্ব মেদিনীপুরে ১৮৭১৩, পূর্ব বর্ধমানে ১১০০২, পশ্চিম বর্ধমানে ১৩৭৮২ জন মোট আক্রান্ত হয়েছেন। মোট ৬৬ জন আক্রান্ত হয়েছেন অন্যান্য রাজ্যের বাসিন্দা।

English summary
Corona active case decreased but death rate is high in North 24 Pargana and Kolkata. Coronavirus infection statistics of all districts of West Bengal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X