For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নন্দীগ্রামে ভোট মিটতেই তৃণমূলে ভাঙন ধরালেন শুভেন্দু, বিজেপিতে যোগদান উত্তরবঙ্গের প্রভাবশালী নেতার

নন্দীগ্রামের ভোট পর্ব মেটার পরের দিন দক্ষিণবঙ্গে প্রচার সেরেছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (suvendu adhikari)। আর এদিন তিনি ব্যস্ত উত্তরবঙ্গে। শুরুতেই তিনি বড় ভাঙন ধরালেন তৃণমূলে (trinamool congress)। এদিন তাঁর হ

  • |
Google Oneindia Bengali News

নন্দীগ্রামের ভোট পর্ব মেটার পরের দিন দক্ষিণবঙ্গে প্রচার সেরেছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (suvendu adhikari)। আর এদিন তিনি ব্যস্ত উত্তরবঙ্গে। শুরুতেই তিনি বড় ভাঙন ধরালেন তৃণমূলে (trinamool congress)। এদিন তাঁর হাত ধরে বিজেপিতে যোগ দিলেন, কোচবিহারের পুরপ্রশাসক।

বছরের শুরুতেই ছেড়েছিলেন ব্লক কমিটির সহসভাপতির পদ

বছরের শুরুতেই ছেড়েছিলেন ব্লক কমিটির সহসভাপতির পদ

বছরের শুরুতেই কোচবিহার ব্লক কমিটির সহ-সভাপতির পদ ছেড়েছিলেন ভূষণ সিং। নতুন কমিটিতে তাঁকে কোচবিহার শহর ব্লক কমিটির সভাপতির পদ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি স্পষ্ট জানিয়েদিয়েছিলেন, ওই পদ তিনি গ্রহণ করছেন না। সেই সময় উত্তরবঙ্গ সফরে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সময় সিদ্ধান্ত থেকে কোনওভাবেই ভূষণ সিংকে নিরস্ত্র করা যায়নি। যা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল।

ডিসেম্বরে সভার মূল মঞ্চে জায়গা দেওয়া হয়নি

ডিসেম্বরে সভার মূল মঞ্চে জায়গা দেওয়া হয়নি

কোচবিহার তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব বেশ পুরনো। ডিসেম্বরের মাঝামাঝি সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারে গিয়ে একসঙ্গে কাজ করার বার্তা দিয়েছিলেন। কিন্তু তারপরেও ভূষণ সিংকে মমতার সভাতেই মূল মঞ্চে জায়গা দেওয়া হয়নি। যা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন। তিনি। বলেছিলেন এভাবে চললে দল বেশিদিন এগোতে পারবে না। তিনি বলেছিলেন, যাঁদের মূল মঞ্চে থাকার কথা নয়, তাঁরা মূল মঞ্চে। অথচ তাঁকে সেখানে জায়গা দেওয়া হয়নি। প্রসঙ্গত ফরওয়ার্ড ব্লক থেকে তৃণমূলে যাওয়া পরেশ অধিকারী মঞ্চে জায়গা পেয়েছিলেন। কিন্তু অনেক দিন ধরেই তৃণমূল করা ভূষণ সিং জায়গা পাননি।

দল ছাড়ার হুঁশিয়ারি দিয়েছিলেন ভূষণ সিং

দল ছাড়ার হুঁশিয়ারি দিয়েছিলেন ভূষণ সিং

তিনি সেই সময়ই বলেছিলেন, দল যদি মনে করে ভূষণ সিং-এর দরকার নেই, তাহলে তিনি দল ছেড়ে চলে যাবেন। তাতে তার কিছুই হবে না। এভাবে চলতে থাকলে দল কীভাবে টিকবে তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি।

অবশেষে বিজেপিতে যোগদান

অবশেষে বিজেপিতে যোগদান

পরবর্তী সময়ে নিজেকে তৃণমূলের থেকে আস্তে আস্তে সরিয়ে নিয়েছিলেন ভূষণ সিং। বিধানসভা নির্বাচনে দলের প্রার্থীদের হয়েও প্রচার করেননি তিনি। এদিন কোচবিহারের দিনহাটার সভায় শুভেন্দু অধিকারীর সভায় তিনি বিজেপিতে যোগদান করেন। শুভেন্দু অধিকারীর হাত থেকে বিজেপির পতাকা হাতে তুলে নেন। এদিন দিনহাটায় দলে প্রার্থী নিশীথ প্রামানিকের সমর্থনে সভা করার আগে মাথাভাঙাতেও সভা করেন শুভেন্দু অধিকারী।

দেবশ্রীকে নিয়ে কোথায় বাধা ছিল তৃণমূলের, রায়দিঘির সভায় স্পষ্ট করলেন মমতা

{quiz_559}

English summary
Coochbihar TMC strong man Bhushan Singh joins BJP in presence of Suvendu Adhikari
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X