For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিদির ছাপ্পা ভোটের মাস্টার প্ল্যানিং-এর অংশ শীতলকুচির ঘটনা, কেন হিংসার নিন্দা নয়, মমতাকে প্রশ্ন মোদীর

দিদির ছাপ্পা ভোটের মাস্টার প্ল্যানিং-এর অংশ শীতলকুচির ঘটনা, কেন হিংসার নিন্দা নয়, মমতাকে প্রশ্ন মোদীর

  • |
Google Oneindia Bengali News

দিদির ছাপ্পা ভোটের মাস্টার প্ল্যানিং-এর অংশ হল কোচবিহারের (coochbihar) শীতলকুচির (sitalkuchi) ঘটনা। হিংসায় মদন দিচ্ছেন দিদি। এদিন ভোট প্রচারে এই ভাষাতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে (mamata banerjee) আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi)।

হিংসায় মদত দিদির

হিংসায় মদত দিদির

ভোটের হিংসায় মদত দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন এমনটাই অভিযোগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এদিন বলেন, এটা দেখে তিনি অবাক হয়ে যাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এখনই মানুষকে বলেন না, তাঁরা যেন শান্তিতে ভোট দেন। তিনি বলেন, বাংলার মুখ্যমন্ত্রী কখনই হিংসার নিন্দা করেননি। কেননা তিনি সব হিংসার ঘটনা নিয়ে ওয়াকিবহাল। সেই কারণেই তিনি কখনই মানুষকে শান্তিতে ভোট দিতে অনুরোধ করেননি। মোদীর প্রশ্ন কে হিংসায় মদত দিচ্ছেন? কোথাও না কোথাও থেকে হিংসা চালানোর জন্য নির্দেশ আসছে। মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।

২ রা মে-তে হারের ভয়

২ রা মে-তে হারের ভয়

প্রধানমন্ত্রী এদিন বলেন, ২ মে হারছেন, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সমর্থকরা বুঝতে পেরে গিয়েছেন। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বেশি সংখ্যায় মানুষের ভোটদান বিজেপির পক্ষে যাচ্ছে, সেটা বুঝতে পেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী এদিন বলেছেন, দিদি জানেন, তাঁর দলের গুণ্ডারাই হিংসা ছড়াচ্ছে। সেই কারণেই তিনি হিংসার নিন্দা করছেন না। কেননা তিনি(মমতা) বুঝতে পারছেন, কী ঘটতে যাচ্ছে।
প্রধানমন্ত্রী বলেছেন, পরাজয়ের আঁচ পেয়ে নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রকাশ্যে কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাও করার কথা বলছেন তিনি। সেই সুযোগে দলের লোকেরা ছাপ্পা দেবে। কোচবিহারের শীতলকুচিতে যা হয়েছে, তা ছাপ্পা ভোটের মাস্টার প্ল্যানিং-এর অংশ বলে মন্তব্য করেছেন তিনি।

দেওয়াল লিখন বুঝতে পারছে তৃণমূল

দেওয়াল লিখন বুঝতে পারছে তৃণমূল

প্রধানমন্ত্রী বলেছেন, ২ মে তারা যে আর ক্ষমতায় ফিরছে না, সেই দেওয়াল লিখন তৃণমূল বুঝতে পেরে গিয়েছে। বাংলায় তিনি বলেন, ২ মে দিদি যাচ্ছে, বিজেপি আসছে। প্রধানমন্ত্রী বলেনছেন, ভাইপোর ভবিষ্যত দেখতে গিয়ে রাজ্যের বেকারদের ভবিষ্যৎ জলাঞ্জলি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভাইপোর ভবিষ্যৎ নিশ্চিত করতে দিদি সবকরমের চেষ্টা করে গিয়েছেন। তিনি বলেছেন বাংলার যুবকেরা চাকরির আশায় বসে রয়েছেন।

আম্ফানের ত্রাণ বিলিতেও তোষণ

আম্ফানের ত্রাণ বিলিতেও তোষণ

প্রধানমন্ত্রী এদিন অভিযোগ করেন, আম্ফানের ত্রাণ বিলিতেও তোষণ করা হয়েছে। তিনি বলেছেন, দিদি আম্ফান সবার জন্য এসেছিল। তা কোনও সম্প্রদায়কে লক্ষ্য করে আসেনি। তবে কেন, আম্ফানের ত্রাণ সাম্প্রদায়িক ভিত্তিতে দেওয়া হবে।

মোদী যদি যেতে পারেন মমতা নয় কেন, নির্বাচন কমিশনকে প্রশ্ন প্রশান্ত কিশোরেরমোদী যদি যেতে পারেন মমতা নয় কেন, নির্বাচন কমিশনকে প্রশ্ন প্রশান্ত কিশোরের

English summary
Coochbihar's Sitalkuchi incident is the masterplanning of Mamata Banerjee's rigging, claims PM Modi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X