For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২ থেকে হল ২৩টি! উত্তরবঙ্গের আরও এক পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি

উত্তরবঙ্গে আরও এক পঞ্চায়েত সমিতির দখল তারা পেয়েছে। এমনটাই দাবি করা হয়েছে বিজেপির তরফে।

  • |
Google Oneindia Bengali News

উত্তরবঙ্গে আরও এক পঞ্চায়েত সমিতির দখল তারা পেয়েছে। এমনটাই এদিন দাবি করা হয়েছে বিজেপির তরফে। বৃহস্পতিবার কোচবিহার এক পঞ্চায়েত সমিতির ২১ জন সদস্য বিজেপিতে যোগ দেন। ফলে বিজেপির সদস্য সংখ্যা গিয়ে দাঁড়ায় ২৩-জনে। এই পঞ্চায়েত সমিতিতে মোট আসন ৪৫টি।

ফের পঞ্চায়েত সমিতি দখল বিজেপির

ফের পঞ্চায়েত সমিতি দখল বিজেপির

কোচবিহারে ফের পঞ্চায়েত সমিতি দখল করল বিজেপি। এবার দখলে এল কোচবিহার এক পঞ্চায়েত সমিতি।

দলত্যাগীদের হাতে বিজেপি পতাকা

দলত্যাগীদের হাতে বিজেপি পতাকা

বিজেপির কোচবিহার জেলা সভাপতি মালতি রাভা এবং জেলার পর্যবেক্ষক শ্যামচাঁদ ঘোষ দলত্যাগী তৃণমূল সদস্যদের হাতে বিজেপির পতাকা তুলে দেন। যদিও তৃণমূলের তরফে পঞ্চায়েত সমিতির দখল হাতছাড়া হওয়ার কথা অস্বীকার করা হয়েছে। তাদের দাবি সাত থেকে আটজন দলবদল করেছেন। ২১ জনের দলবদল মিথ্যা। বাকিদের অপহরণ করে ভয় দেখিয়ে দলবদলে বাধ্য করা হয়েছে বলে দাবি তাদের।

আগেও পঞ্চায়েত সমিতি দখল

আগেও পঞ্চায়েত সমিতি দখল

এর আগে কোচবিহারের তুফানগঞ্জ-২ পঞ্চায়েত সমিতির দখল নিয়েছিল বিজেপি। ২৯ আসনের পঞ্চায়েতে ১৭ জন বিজেপির। লোকসভা নির্বাচনে তৃণমূল যেমন উত্তরবঙ্গে খাতা খুলতে পারেনি, তেমনই নির্বাচনের ফল বেরনোর পর থেকে দলবদল অব্যাহত রয়েছে।

English summary
Coochbihar one Panchayat Samity is captured by BJP form TMC
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X