For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিদির লোক মানব পাচারে অভিযুক্ত! কাগজ তুলে ধরে মমতাকে জবাব বিজেপি প্রার্থীর

২৪ ঘন্টার মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাব দিলেন কোচবিহারের তৃণমূল প্রার্থী নিশীথ প্রামাণিক।

  • |
Google Oneindia Bengali News

২৪ ঘন্টার মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাব দিলেন কোচবিহারের তৃণমূল প্রার্থী নিশীথ প্রামাণিক। বুধবার দিনহাটার সভায় মমতা বন্দ্যোপাধ্যায় একটা কাগজ তুলে ধরে অভিযোগ করেছিলেন, বিজেপি এমন একজনকে প্রার্থী করেছে, যার বিরুদ্ধে সিবিআই তদন্ত চলছে। আলিপুরদুয়ারে সোনা পাচারে অভিযুক্ত থাকার অভিযোগ করেছিলেন।

দিদির লোক মানব পাচারে অভিযুক্ত! কাগজ তুলে ধরে মমতাকে জবাব বিজেপি প্রার্থীর

এদিন একই ধরনের একটি কাগজ তুলে দেখান নিশীথ প্রামাণিক। তাঁর কথায় যদি তাঁর বিরুদ্ধে ওই তুলে ধরা কাগজ সত্যি হয়, তাহলে রবীন্দ্রনাথ ঘোষও অভিযুক্ত। দিদির লোকমানব পাচারে অভিযুক্ত।

নিশীথ প্রামাণিত দাবি করে বলেন, যে কাগজ মুখ্যমন্ত্রী সমাবেশে দেখিয়েছেন, সেইরকম কোনও কাগজ তিনি এখনও পাননি। অভিযুক্ত হয়ে তিনি না পেলেও কীভাবে মুখ্যমন্ত্রী পেলেন, তা নিয়ে বিষ্ময় প্রকাশ করেন নিশীথ প্রামাণিক। পরেই রবীন্দ্রনাথ ঘোষের বিরুদ্ধে তার হাতে থাকা চিঠি সংবাদমাধ্যমকে দেখান। বিষয়টি নিয়ে আদালতে মামলা করার হুঁশিয়ারিও দিয়েছেন নিশীথ প্রামাণিক।

সূত্রের খবর অনুযায়ী, একইরকমের দুটি নোটিশ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। একটি নিশীথ প্রামাণিক ও অপরটি রবীন্দ্রনাথ ঘোষের বিরুদ্ধে। দুটি সত্যতাই যাচাই করা যায়নি। কেননা সিবিআই-এর কোনও বিবৃতি এনিয়ে পাওয়া যায়নি।

[আরও পড়ুন: কেরলেও প্রধান প্রতিপক্ষ বিজেপিই! বামেদের সম্পর্কে কটূ কথা বলবেন না, জানালেন রাহুল গান্ধী][আরও পড়ুন: কেরলেও প্রধান প্রতিপক্ষ বিজেপিই! বামেদের সম্পর্কে কটূ কথা বলবেন না, জানালেন রাহুল গান্ধী]

সূত্রের খবর অনুযায়ী গত পঞ্চায়েত নির্বাচনের সময়ও তৃণমূলের হয়ে দাপিয়ে বেরিয়েছিলেন নিশীথ প্রামাণিক। এমন কি গত চারমাস আগেও জেলা যুব তৃণমূলের সভাপতি ছিলেন। জেলায় অভিযেক বন্দ্যোপাধ্যায়ের কাছের বলেই পরিচিত ছিলেন তিনি। সংগঠন নিয়েই মূলত তার বিবাদ চিল জেলার তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের সঙ্গে।

[আরও পড়ুন:আমেথি অপমান আর বিশ্বাসঘাতকতা ভুলবে না! রাহুলকে কড়া আক্রমণ স্মৃতি ইরানির][আরও পড়ুন:আমেথি অপমান আর বিশ্বাসঘাতকতা ভুলবে না! রাহুলকে কড়া আক্রমণ স্মৃতি ইরানির]

বুধবার কোচবিহারের জনসভা থেকে বর্তমানে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে সোনা পাচারের অভিযোগ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর বৃহস্পতিবারেও মাথাভাঙায় প্রচারে গিয়ে নাম না করে তৃণমূল সুপ্রিমো বলেন, অস্ত্র বিক্রি করত তাড়িয়ে দিয়েছি। অনেক অত্যাচার করেছিল বলে অভিযোগ করেন তিনি। পচা শামুক বাদ দেওয়া হয়েছে বলেও জানা তিনি।

[আরও পড়ুন: মুকুটে নয়া পালক! আমিরশাহীর সর্বোচ্চ নাগরিক সম্মান পেলেন নরেন্দ্র মোদী ][আরও পড়ুন: মুকুটে নয়া পালক! আমিরশাহীর সর্বোচ্চ নাগরিক সম্মান পেলেন নরেন্দ্র মোদী ]

English summary
Coochbihar BJP candidate Nisith Pramanik criticised Mamata Banerjee. Mamata Banerjee alleged that he is a criminal. So Nisith Pramanik gave that answer
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X