For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতা কোচবিহার থেকে ফিরতে না ফিরতেই ভাঙন তৃণমূলে, দলত্যাগের হুমকি 'অপমানিত' নেতার

Google Oneindia Bengali News

কোনও ভেদাভেদ নয়, ঐক্য চাই। এটাই আমাদের জেতাবে। এভাবেই দলের নেতাদের একসঙ্গে কাজ করার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তাতে যে কোনও ফল হয়নি, তা স্পষ্ট হয়ে যায় মমতা কোচবিহার ছাড়ার আগেই।

তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে

তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে

একসঙ্গে কাজ করার বার্তা দিয়ে কোচবিহার থেকে ফিরতে না ফিরতেই তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এল। সভার মূল মঞ্চে জায়গা না পেয়ে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন কোচবিহার পৌরসভার প্রশাসক ভূষণ সিং। বলেন, 'এভাবে চললে দল বেশিদিন এগোতে পারবে না। যাদের মূল মঞ্চে থাকার কথা নয় তাঁরা মূল মঞ্চে ছিল, আমার মূল মঞ্চে থাকার কথা অথচ আমাকে রাখা হয়নি৷'

দলের প্রতি ক্ষোভ কোচবিহার পুরসভার প্রশাসকের

দলের প্রতি ক্ষোভ কোচবিহার পুরসভার প্রশাসকের

দলের প্রতি ক্ষোভ উগরে কোচবিহার পুরসভার প্রশাসক বলেন, '‌যদি দল বা কোচবিহারের নেতৃত্বে যাঁরা আছেন তাঁরা যদি মনে করেন যে ভূষণ সিংয়ের দরকার নেই তা হলে ওরা বলে দিক, আমি দল ছেড়ে চলে যাব। আমার কিছু যায় আসে না। এভাবে চলতে থাকলে দল কীভাবে টিকে থাকবে?‌ দল থেকে তো একে একে সব বেরিয়ে যাচ্ছে। এভাবে ভোটে জেতা যায় না।'

কী ঘটে মমতার সভায়

কী ঘটে মমতার সভায়

এদিন মমতার সভা চলাকালীন মূল মঞ্চে ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি পার্থপ্রতিম রায়, জেলায় তৃণমূল কংগ্রেসের সাত বিধায়ক ও জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক জলিল আহমেদ। এমনকী ওই মঞ্চে জায়গা পেয়েছিলেন বাম থেকে তৃণমূলে আসা পরেশ অধিকারীও। আর সেখানে স্থান না পেয়েই ক্ষোভ ভূষণ সিংয়ের।

প্রতিক্রিয়া নেই শীর্ষ নেতাদের

প্রতিক্রিয়া নেই শীর্ষ নেতাদের

এদিকে, গোটা বিষয়টি নিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায়ের থেকে। অন্যদিকে, শাসকের কোন্দলে প্রাণ পাচ্ছে বিরোধী শিবির বিজেপি। এ নিয়ে এক জেলা বিজেপি নেতা বলেন, 'তৃণমূলের আর কিছু নেই। এই ভরাডুবির সময়ে এমন ভুল করাই স্বাভাবিক।'‌

কোচবিহারে তৃণমূলের বেহাল দশা

কোচবিহারে তৃণমূলের বেহাল দশা

উল্লেখ্য, লোকসভা ভোটে কোচবিহার কেন্দ্রটি তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নেয় গেরুয়া শিবির। বিধানসভাওয়াড়ি ফলের নিরিখে দেখা যায় যে সেই জেলার ৯টি আসনের মধ্যে ৭টিতেই এগিয়ে বিজেপি। এই অবস্থায় সংগঠনকে চাঙ্গা করতে চেয়ে মরিয়া চেষ্টা করছেন মমতা। তবে এরই মাঝে প্রকাশ্যে এল দলের গোষ্ঠী কোন্দল। এই ঘটনায় আগামী বিধানসভা নির্বাচনের আগে শাসকদলে অস্বস্তি ফের বাড়ল।

<strong>তালিকা তৈরি করছেন সুনীল মণ্ডল, শুভেন্দুর সঙ্গে বিজেপিতে যোগ ৬০ বিধায়কের!</strong>তালিকা তৈরি করছেন সুনীল মণ্ডল, শুভেন্দুর সঙ্গে বিজেপিতে যোগ ৬০ বিধায়কের!

English summary
Cooch behar Municipal Administrator Bhushan Singh threatens to leave TMC amid Mamata's tour
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X