মাধ্যমিকে রেজিস্ট্রেশন বিতর্ক! বহু পরীক্ষার্থীর বছর নষ্টের আশঙ্কা
মাধ্যমিক ( madhyamik) পরীক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশনের (registration) নতুন নিয়ম চালু করেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্যদ (west bengal board of secondary education) । নতুন নিয়মে বলা হয়েছে, কোনও পরীক্ষার্থীর ( student) বয়স ১৩ বছর পূর্ণ না হলে সে রেজিস্ট্রেশন করতে পারবে না। ফলে অনেকের বছর নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

উদ্বেগ বাড়িয়েছে পর্ষদের নতুন নিয়ম
পর্ষদের নতুন নিয়মে উদ্বেগে বহু পড়ুয়া। পর্ষদের নতুন নিয়মে বলা হয়েছে, ৩১ অক্টোবরের মধ্যে ১৩ বছর পূর্ণ না হলে তারা মাধ্যমিকের রেজিস্ট্রেশনের ফর্ম পূরণ করতে পারবে না। অর্থাৎ যাদের জন্ম ২০০৭ সালের ৩১ অক্টোবরের পর তারা এবার ফর্ম পূরণ করতে পারবে না।

সংকটে বহু পড়ুয়া
এম অনেক পড়ুয়া রয়েছে, যাদের বয়স ১৩ বছর পূর্ণ হবে পর্ষদের দেওয়া সময়সীমার পরে। ১৩ বছর পূর্ণ না হওয়ায় তারা রেজিস্ট্রেশনের ফর্ম পূরণ করতে পারবে না। ফলে সংকটে পড়েছে এক শ্রেণির পড়ুয়া ও তাদের অভিভাবকরা।

বছর নষ্ট হতে পারে পড়ুয়াদের একাংশের
বেশিরভাগ পড়ুয়ার বয়স নির্দিষ্ট সময়সীমার মধ্যে থাকলেও, পর্ষদের ঘোষণার জেরে বেশ কিছু পড়ুয়ার বছর নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। করোনা নিয়ে সমস্যার মধ্যেই রেজিস্ট্রেশন নিয়ে সমস্যা অভিভাবকদের চিন্তা বাড়িয়ে দিল।

মধ্যশিক্ষা পর্ষদে মৌখিক অভিযোগ
সূত্রের খবর অনুযায়ী, নতুন নিয়ম নিয়ে ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদের অভিযোগ জানিয়েছেন অনেকেই। তবে সেই অভিযোগ নিয়ে মুখ খুলতে রাজি হয়নি মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃপক্ষ।

রেজিস্ট্রেশন ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ১৫ ডিসেম্বর
গত বুধ ও বৃহস্পতিবার মধ্যশিক্ষা পর্ষদের তরফে রেজিস্ট্রেশন ফর্ম বিলি করা হয়েছে স্কুলগুলিকে। পূরণ করা ফর্ম পর্ষদের কাছে জমা দেওয়ার শেষ তারিখ ১৫ ডিসেম্বর বলেই জানা গিয়েছে। এই সময়সীমার মধ্যে স্কুলে গিয়ে ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে হবে।

মুকুল-কৈলাশের হাতে বঙ্গ বিজেপির ব্যাটন! দিলীপের রাশ কি আলগা হচ্ছে একুশের আগে