For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জাতীয় পতাকার আদলে কেক কেটে জন্মদিন পালন! বিতর্কে গণিখানের ভাগ্নি তৃণমূল নেত্রী, সরব বিরোধীরা

জাতীয় পতাকার আদলে কেক কেটে জন্মদিন পালনে বিতর্ক তৈরি হয়েছে মালদহে। এই কাজে অভিযুক্ত তৃণমূল নেত্রীর নাম শাহনাজ কাদরি। তাঁর অপর পরিচয়, তিনি গনিখান চৌধুরীর ভাগ্নি। এদিকে এই কাজে জাতীয় পতাকার অবমাননার অভ

  • |
Google Oneindia Bengali News

জাতীয় পতাকার আদলে কেক কেটে জন্মদিন পালনে বিতর্ক তৈরি হয়েছে মালদহে। এই কাজে অভিযুক্ত তৃণমূল নেত্রীর নাম শাহনাজ কাদরি। তাঁর অপর পরিচয়, তিনি গনিখান চৌধুরীর ভাগ্নি। এদিকে এই কাজে জাতীয় পতাকার অবমাননার অভিযোগে সরব হয়েছেন, জেলার বিরোধী নেতারা।

কুৎসা বিজেপির ধর্ম! 'মিনি পাকিস্তান' নিয়ে ব্যাখ্যা দিলেন ফিরহাদ হাকিমকুৎসা বিজেপির ধর্ম! 'মিনি পাকিস্তান' নিয়ে ব্যাখ্যা দিলেন ফিরহাদ হাকিম

রতুয়ার বাড়িতে জন্মদিন পালন

রতুয়ার বাড়িতে জন্মদিন পালন

শুক্রবার রতুয়ার বাড়িতে নিজের জন্মদিন পালন করেন তৃণমূল নেত্রী শাহনাজ কাদরি। সেখানে জেলা তৃণমূলের অন্য নেতারাও উপস্থিত ছিলেন। উপস্থিত তৃণমূল নেতারা জাতীয় পতাকার আদলে তৈরি কেক কাটার সময় হাতে তালিও দেন। যদিও এব্যাপারে কোনও মন্তব্য পাওয়া যায়নি জন্মদিন পালনকারী নেত্রীর।

পাশে নেই তৃণমূল

পাশে নেই তৃণমূল

জেলা তৃণমূলের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, এই বিষয়টি তে তাঁরা কোনও ভাবেই সমর্থন করছেন না। বিষয়টিকে অন্যায় বলেও বর্ণনা করেছেন তারা।

চাওয়া হবে জবাবদিহি

চাওয়া হবে জবাবদিহি

জেলা তৃণমূলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, কেন তৃণমূল নেত্রী শাহনাজ কাদরি জাতীয় পতাকার আদলে তৈরি কেক কেটে জন্মদিন পালন করলেন, তার জন্য জবাবদিহি চাওয়া হবে। জেলা তৃণমূলের সভাপতি তথা রাজ্যসভার সাংসদ মৌসম নূর জানিয়েছেন, বিষয়টি সম্পর্কে তিনি কিছুই জানেন না।

তীব্র সমালোচনায় বিজেপি

তীব্র সমালোচনায় বিজেপি

জেলা বিজেপির তরফে এই ঘটনার তীব্র সমালোচনা করা হয়েছে। বিষয়টিকে কুরুচিকর বলেও বর্ণনা করেছে বিজেপি। পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত তৃণমূল নেতাদের শাস্তিরও দাবি তুলেছে বিজেপি।

English summary
Controversy erupts in Malda over birthday celebrations by cutting a tricolour cake by TMC leader
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X