For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১৬ জুলাই পর্যন্ত প্রবল বৃষ্টির সঙ্গে ভূমিধস ও বন্যা! উত্তরবঙ্গের ৫ জেলায় বাড়ল আবহাওয়ার লাল সতর্কতা

১৬ জুলাই পর্যন্ত প্রবল বৃষ্টির সঙ্গে ভূমিধস ও বন্যা! উত্তরবঙ্গের ৫ জেলায় বাড়ল আবহাওয়া দফতরের লাল সতর্কতা

Google Oneindia Bengali News

মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশে অবস্থান করছে। এছাড়াও জলীয় বাষ্প আসছে বঙ্গোপসাগর থেকে। ফলে ১২ থেকে ১৬ জুলাই উত্তরবঙ্গের পাঁচ জেলায় অতিভারী বৃষ্টির পূর্বাভাস। সতর্কবার্তায় অতিরিক্ত বৃষ্টিপাতের কথাও বলা হয়েছে। এর ফলে রাস্তায় ধস ও জলস্তর বৃদ্ধির সতর্কতাও জারি করা হয়েছে।

রবিবারের জন্য সতর্কতা

রবিবারের জন্য সতর্কতা

রবিবার উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন ৫ জেলায় অতিভারী বৃষ্টির(৭-১৯ সেমি) পূর্বাভাস দেওয়া হয়েছে। কোনও কোনও জায়গায় অতিরিক্ত বৃষ্টি ( ২০ সেমির বেশি) হতে পারে বলে জানানো হয়েছে। জারি করা হয়েছে লাল সতর্কতা। এছাড়াও মালদহ ও দুই দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎও আঘাত হানতা পারে বলে জানানো হয়েছে।

সোমবারের জন্য সতর্কতা

সোমবারের জন্য সতর্কতা

রবিবারে মতো সোমবারের জন্যও লাল সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গে। বলা হয়েছে অতিভারী বৃষ্টির (৭-১৯ সেমি) সঙ্গে কোনও কোনও জায়গায় অতিরিক্ত বৃষ্টি ( ২০ সেমির বেশি) হতে পারে। জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে অতিরিক্ত বৃষ্টি হবে বলে পূর্বাভাসে জানিয়েছে হাওয়া অফিস। এই সময়ে উত্তরবঙ্গের বাকি জেলাগুলির দু একটি জায়গায় ভারী বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। দু-একটি জায়গায় বজ্রপাত হতে পারে বলেও জানানো হয়েছে।

 মঙ্গল, বুধ, বৃহস্পতিবারের জন্য কমলা সতর্কতা

মঙ্গল, বুধ, বৃহস্পতিবারের জন্য কমলা সতর্কতা

মঙ্গল, বুধ, বৃহস্পতিবারের জন্য কোচবিহার ও আলিপুরদুয়ারের দু-একটি জায়গায় অতি ভারী বৃষ্টি হবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। এছাড়াও জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পং-এ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। যেই কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে।

সম্ভাব্য ভূমি ধস ও বন্যার সতর্কতা

সম্ভাব্য ভূমি ধস ও বন্যার সতর্কতা

অতি বৃষ্টির কারণে ভূম ধসে রাস্তা বন্ধ হয়ে যেতে পারে। জল জমতে পারে নিচু এলাকায়। কোনও কোনও জায়গায় বন্যাও হতে পারে। সতর্কতায় বলা হয়েছে আবহাওয়া দফতরের তরফে। তবে ইতি মধ্যেই বেশ কিছু নিচু এলাকা জলমগ্ন গতে শুরু করেছে। বেশ কয়েকটি নদীতে ভাঙন দেখা দিয়েছে।

প্রবল প্রাকৃতিক দুর্যোগ উত্তরবঙ্গে! দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাসপ্রবল প্রাকৃতিক দুর্যোগ উত্তরবঙ্গে! দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

English summary
Continuation of enhanced rainfall activity over districts of North Bengal during 12-16 July
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X