For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিপিএম-কংগ্রেস নয়, ধর্মঘটের দিন গাড়ি ভাঙচুর রাজ্য পুলিশের, সিআইডি তদন্তে উঠে এল সত্যাসত্য

৮ জানুয়ারি ধর্মঘটের দিন মালদহের সুজাপুরে সরকারি গাড়ি ভাঙচুরে চিহ্নিত করা হয়েছে তিন কনস্টেবলকে। ভিডিও ফুটেজ ভাইরাল হওয়ার পর সেই ফুটেজ দেখেই তিন কনস্টেবলকে চিহ্নিত করে সাসপেন্ড করা হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

৮ জানুয়ারি ধর্মঘটের দিন মালদহের সুজাপুরে সরকারি গাড়ি ভাঙচুরে চিহ্নিত করা হয়েছে রাজ্য পুলিশের তিন কনস্টেবলকে। ভিডিও ফুটেজ ভাইরাল হওয়ার পর সেই ফুটেজ দেখেই তিন কনস্টেবলকে চিহ্নিত করে সাসপেন্ড করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ওই ধর্মঘটের দিন হিংসার ঘটনার দায় চাপিয়েছিলেন বাম ও কংগ্রেসের ওপর। সিএএ-র বিরুদ্ধে রাজ্যে আন্দোলন গড়ে তুললেও, দিল্লিতে একই বিষয় নিয়ে ১৩ জানুয়ারি সনিয়া গান্ধীর ডাকা বৈঠকে তিনি যাননি, রাজ্যে কংগ্রেস ও সিপিএম-এর বিরুদ্ধে হিংসার অভিযোগ করেন তিনি।

৫ জনের বিরুদ্ধে ব্যবস্থা

৫ জনের বিরুদ্ধে ব্যবস্থা

শুধু ৩ কনস্টেবলই নন, একই কাজের জন্য ২ সিভিক ভলান্টিয়ারকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সাসপেনশনে রেখে অভিযুক্ত ৩ কনস্টেবলের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে। রাজ্য স্বরাষ্ট্র দফতর সূত্রে খবর, সিআইডির তদন্তের ভিত্তিতেই ওই ৩ জন কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে।

সিআইডির তদন্তে ৩ কনস্টেবলের সাসপেনশনের ঘটনা, ওইদিন হিংসা নিয়ে সিপিএম এবং কংগ্রেসের দাবিকেই মান্যতা দিল বলেই অনেকে মনে করছেন। ৮ জানুয়ারি ধর্মঘটের দিন মালদহের সুজাপুরে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে। ব্যাপক হারে পাথর ছোড়ার ঘটনা ঘটে।

ধর্মঘটের দিন বাম, কংগ্রেসের দাবি

ধর্মঘটের দিন বাম, কংগ্রেসের দাবি

পুলিশের গাড়িতে আগুন লাগানোর পাশাপাশি বেশ কিছু পুলিশের গাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে ধর্মঘটীদের বিরুদ্ধে। যদিও সেলিমের অভিযোগ, গাড়ি ভেঙেছে পুলিশই। হামলার নেপথ্যে মমতার পুলিশ, বলেছিলেন তিনি। কংগ্রেসের তরফেও পুলিশের বিরুদ্ধে গাড়ি ভাঙচুরে অভিযোগ তোলা হয়েছিল।

মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ

মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ

এই ঘটনার একদিন পরে রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি দিল্লিতে সিএএ বিরোধী বৈঠকে যাচ্ছে না। রাজ্যে সিপিএম এবং কংগ্রেসের বিরুদ্ধে সিএএ এবং এনআরসি নিয়ে নোংরা রাজনীতির অভিযোগ করেছেন।

সিআইডির রিপোর্ট

সিআইডির রিপোর্ট

প্রকাশিত খবর অনুযায়ী, তদন্তে সিআইডি পুরো ভিডিওটি পরীক্ষা করে দেখে। সিআইডির এক অফিসার জানিয়েছেন, তিন কনস্টেবলের মধ্যে ২ জন রাজ্য সশস্ত্র পুলিশের চতুর্থ ব্যাটেলিয়নের আর অন্যজন জেলা সশস্ত্র পুলিশের। এছাড়াও দুজন সিভিক ভলান্টিয়ারকে গাড়ি ভাঙচুর করতে দেখা গিয়েছিল সেদিন। সিআইডির তরফে তদন্তের রিপোর্ট জমা দেওয়া হয়েছে স্বরাষ্ট্র দফতরে।

English summary
Constables and Civic Volunteers carrying out attack on Govt Vehicles in Malda on strike, says CID
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X