আম্ফানের ত্রাণ পৌঁছে দিলেন কংগ্রেস নেতারা
আমফান বিধ্বস্ত ঘুনি-পাটলি এলাকা এবং ভেড়ি পাড়ায় প্রদেশ কংগ্রেস সভাপতির নির্দেশে ত্রাণ পৌঁছে দিলেন কংগ্রেস কর্মীরা।

মধ্য কোলকাতা জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি মানস সরকার, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের অন্যতম মুখপাত্র অশোক ভট্টাচার্য, কোলকাতা জেলা ছাত্র পরিষদের সভাপতি অর্ঘ্য গণ, দক্ষিণ কোলকাতা জেলা যুব কংগ্রেসের সভাপতি জয়দীপ দত্ত প্রমুখ।
স্থানীয় স্তরে সমগ্র ব্যাপারটি পরিচালনা করেন উত্তর ২৪ পরগণা জেলা যুব কংগ্রেস( গ্রামীণ) - এর সভাপতি রবিউল মোল্লা, ঘুনী অঞ্চলের বর্ষীয়ান কংগ্রেস নেতা আবুজার গাজী, যুব নেতা আনিসুর গাজী প্রমুখ।

উল্লেখ্য সমস্ত প্রতিকূলতার সঙ্গে লড়াই করে আজ কংগ্রেস কর্মীরা ওইসব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষে ত্রিপল, টর্চ, বেবি ফুড, শুকনো খাওয়ার এবং পানীয় জল পৌঁছে দিলেন।
ফি কমানোর দাবিতে বেসরকারি স্কুল গুলিকে চিঠি দিলেন বিজেপি নেতা সব্যসাচী দত্ত