For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কংগ্রেসে যোগ দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই ডিগবাজি, তৃণমূলে ফিরে কী বললেন পার্থ

কংগ্রেসে যোগ দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই ডিগবাজি, তৃণমূলে ফিরে কী বললেন পার্থ

Google Oneindia Bengali News

তৃণমূল কংগ্রেস কলকাতা পুরভোটে টিকিট দেয়নি বিদায়ী কাউন্সিলর পার্থ মিত্রকে। তৃণমূলের প্রার্থী তালিকায় নাম না থাকায় শনিবার ক্ষোভে কংগ্রেসে যোগ দিয়েছিলেন পার্থ মিত্র। তাঁকে ৮ নম্বর ওয়ার্ডে টিকিটও দিয়েছিল কংগ্রেস। কিন্তু ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ডিগবাজি খেলেন তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়া প্রাক্তন কাউন্সিলর।

কংগ্রেসে গিয়ে ভোটের টিকিট পাওয়ার পরদিনই ভোলবদল

কংগ্রেসে গিয়ে ভোটের টিকিট পাওয়ার পরদিনই ভোলবদল

কংগ্রেসে গিয়ে ভোটের টিকিট পাওয়ার পরদিনই তিনি জানালেন তৃণমূলেই আছেন। সাফ জানালেন ভোটে লড়াই করাটা তাঁর কাছে কোনও ফ্যাক্টর নয়। ফিরহাদ হাকিমকে পাশে নিয়ে তাঁর চাঞ্চল্যকর দাবি তাঁর নামে মিথ্যা প্রচার করা হয়েছিল। ২৪ ঘণ্টার মধ্যে ভোলবদলে তিনি জানালেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং ফিরহাদ হাকিমের আশীর্বাদে তিনি তৃণমূল কংগ্রেসেই আছি।

কংগ্রেসে যোগ দিয়ে তৃণমূলকে নিশানায় কী বলেন পার্থ

কংগ্রেসে যোগ দিয়ে তৃণমূলকে নিশানায় কী বলেন পার্থ

অথচ ২৪ ঘণ্টা আগে কংগ্রেসে যোগ দিয়ে তিনি বলেন, কংগ্রেসের হয়েই লড়ব। ১০ বছর তৃণমূলের হয়ে কাজ করেছি। আমার এলাকায় দেখে যান কোনও খুঁত আছে কি না। জানি না তৃণমূল কেন টিকিট দিল না। আমার কিছু কাজ এখনও বাকি আছে, যে প্রতিশ্রুতি দিয়েছিলাম সেগুলি পূরণ করতে চাই। তাই এবারও ভোটে দাঁড়াতে চেয়েছিলাম। তৃণমূল টিকিট না দেওয়ায় কংগ্রেসের টিকিটে জিতেই তাঁর ওয়ার্ডের বাকি কাজ সম্পন্ন করবেন তিনি।

উল্টো স্রোতে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেন পার্থ

উল্টো স্রোতে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেন পার্থ

একুশের নির্বাচনের তৃণমূল জেতার পরই হাওয়া ঘুরে যায়। শাসক শিবিরে যোগ দেওয়ার হিড়িক পড়ে যায়। যে সব নেতারা বিধানসভার আগে বা টিকিট না পেয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন, তাঁরা ফিরতে শুরু করেন তৃণমূলে। সেই ধারা অব্যাহত রয়েছে এখনও। এরই মধ্যে উল্টো স্রোতে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়া বাংলার রাজনীতিতে তাৎপর্যপূর্ণ।

বিদ্রোহ শেষে ফের তৃণমূলে ভিড়ে কী বললেন পার্থ

বিদ্রোহ শেষে ফের তৃণমূলে ভিড়ে কী বললেন পার্থ

৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কো-অর্ডিনেটর পার্থ মিত্র। তিনি কংগ্রেসে যোগ দিয়ে তৃণমূলে বিরুদ্ধে পুরসভা ভোটে লড়াইয়ের সংকল্প নিয়েছিলেন ২৪ ঘণ্টা আগেই। যাবতীয় বিদ্রোহ শেষ ২৪ ঘণ্টাতেই। তিনি ফের ভিড়লেন তৃণমূলে। ফিরহাজদের পাশে্ দাঁড়িয়ে বললেন, তৃণমূলের সঙ্গেই রয়েছেন তিনি। কংগ্রেস এসেছিল। তবে আমি যোগ দিইনি। আমার নামে মিথ্যাপ্রচার হচ্ছে।

দলত্যাগীকে ফিরানোর আগে ও পরে ফিরহাদ হাকিম

দলত্যাগীকে ফিরানোর আগে ও পরে ফিরহাদ হাকিম

পার্থ মিত্রকে নিয়ে ২৪ ঘণ্টা আগেই বিরূপ মন্তব্য করেছিলেন ফিরহাদ হাকিম। তাঁকে বাতিল নেতা বলেও কটাক্ষ করেছিলেন। কটাক্ষ করেছিলেন কংগ্রেসকেও। তাঁর কথায়, যাঁদের রিজেক্ট করে দিয়েছে মানুষ তাঁদেরকে নিয়ে বাঁচতে চাইছে। পার্থকে দলে ফিরিয়ে ফিরহাদ বলেন, ও তৃণমূল কংগ্রেসে আছে, তৃণমূলেই ছিল, তৃণমূলেই থাকবে। দলের অন্যান্য কাজ করবে।

তৃণমূল খাতা খুলল ত্রিপুরায়, বিজেপির কাছে হেরে সিপিএমের সঙ্গে জারি দ্বিতীয় স্থানের লড়াইতৃণমূল খাতা খুলল ত্রিপুরায়, বিজেপির কাছে হেরে সিপিএমের সঙ্গে জারি দ্বিতীয় স্থানের লড়াই

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Congress’s announced candidate Partho Mitra returns in TMC within 24 hours of party change
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X