For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পরিযায়ী শ্রমিকদের ফেরাতে আগ্রহ নেই মমতার সরকারের,রেলমন্ত্রীর সঙ্গে কথা বলে চাঞ্চল্যকর অভিযোগ অধীরের

পরিযায়ী শ্রমিকদের ফেরাতে আগ্রহ নেই মমতার সরকারের, রেলমন্ত্রীর সঙ্গে কথা বলে চাঞ্চল্যকর অভিযোগ অধীরে

  • |
Google Oneindia Bengali News

ভিন রাজ্যে আটকে পড়া শ্রমিকদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মাত্র দুটি ট্রেন চেয়েছে। রেলমন্ত্রী পীযুষ গোয়েলের সঙ্গে কথা বলার পর এমনটাই দাবি করলেন বহরমপুরের কংগ্রেস সাংসদ তথা লোকসভায় কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী। যদিও এব্যাপারের রাজ্য সরকারের কোনও বক্তব্য জানা যায়নি।

রেলমন্ত্রী-অধীর কথা

রেলমন্ত্রী-অধীর কথা

দেশের বিভিন্ন রাজ্যে আটকে পড়েছে রাজ্যের পরিযায়ী শ্রমিকরা। তাঁরা যে যেখানে আটকে পড়েছে তাঁদের জন্য সাধ্য মতো রসদ জুগিয়ে যাচ্ছেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। কিন্তু তাঁদের ফিরিয়ে আনতে গেলে একদিকে যেমন রেলমন্ত্রকের সাহায্য জরুরি, ঠিক তেমনই রাজ্য সরকারের সদিচ্ছা থাকাটাও জরুরি। আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের সাহায্য করার পাশাপাশি সরকারের অবস্থান জানতে অধীর চৌধুরী নিরন্তর কথা চালিয়ে যাচ্ছেন রেলমন্ত্রীর সঙ্গে।

২ ট্রেন চাওয়া হয়েছে রাজ্যের তরফে

২ ট্রেন চাওয়া হয়েছে রাজ্যের তরফে

সেরকমই এক সাক্ষাৎকারে রেলমন্ত্রী অধীর চৌধুরীকে জানিয়েছেন, বাংলার সরকার পরিযায়ী শ্রমিকদের জন্য মাত্র ২ টি ট্রেন চেয়েছে। অধীর চৌধুরী মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, সাহস থাকলে মুখ্যমন্ত্রী প্রমাণ করুন রেলমন্ত্রী মিথ্যা কথা বলছেন। হাজার হাজার আচকে পড়া পরিযায়ী শ্রমিককে ফেরাতে দুটি ট্রেন কি যথেষ্ট, প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে

ব্যাঙ্গালোর থেকে ট্রেনের আগ্রহ দেখাননি মমতা

ব্যাঙ্গালোর থেকে ট্রেনের আগ্রহ দেখাননি মমতা

অধীর চৌধুরী আরও দাবি করেছেন, তাঁকে রেলমন্ত্রী বলেছেন, শ্রমিকদের ফেরাতে ব্যাঙ্গালোর থেকে ট্রেন চালানোর প্রস্তাব দিয়েছিল কেন্দ্র। কিন্তু তাতে রাজ্য সরকার আগ্রহ দেখায়নি।

মুখ্যমন্ত্রীর কাছে অধীরের আবেদন

মুখ্যমন্ত্রীর কাছে অধীরের আবেদন

মুখ্যমন্ত্রীর কাথে অধীর চৌধুরী বারবার আবেদন করেছেন, যদি তাঁকে সরকারি কাজে লাগানো যায়। বাংলার পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনতে তিনি আগেও চেষ্টা করেছেন, ভবিষ্যতেও তাঁর চেষ্টা জারি থাকবে বলে জানিয়েছেন অধীর।

এখনও পর্যন্ত রাজ্যে ফিরেছেন ২৫০০-র মতো বাসিন্দা

এখনও পর্যন্ত রাজ্যে ফিরেছেন ২৫০০-র মতো বাসিন্দা

এখনও পর্যন্ত কেরল ও আজমেড় শরিফ থেকে ফিরেছেন রাজ্যের প্রায় ২৫০০-র মতো বাসিন্দা। তবে আজমেড় থেকে আসা ট্রেনে বেশিরভাগই তীর্থযাত্রী ছিলেন।

ফের করোনা নিয়ে চিনকে দোষারোপ আমেরিকার! প্রমাণ রয়েছে, দাবি মাইক পম্পেওরফের করোনা নিয়ে চিনকে দোষারোপ আমেরিকার! প্রমাণ রয়েছে, দাবি মাইক পম্পেওর

English summary
Congress MP Adhir Chowdhury questions Mamata Banerjee's steps to bring back migrant workers. Adhir claimed Rail minister said all this things.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X