For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলে যোগ দিচ্ছেন বিধায়ক! পঞ্চায়েতের আগে ফের কংগ্রেসে ভাঙন ধরালেন মমতা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি গিয়ে কংগ্রেসের সঙ্গে মৈত্রীর বার্তা দিচ্ছেন আর বাংলায় একের পর এক কংগ্রেস বিধায়ককে ভাঙিয়ে মজবুত করছেন তৃণমূলের পরিষদীয় দল।

Google Oneindia Bengali News

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি গিয়ে কংগ্রেসের সঙ্গে মৈত্রীর বার্তা দিচ্ছেন আর বাংলায় একের পর এক কংগ্রেস বিধায়ককে ভাঙিয়ে মজবুত করছেন তৃণমূলের পরিষদীয় দল। এই ভাঙনের খেলাতেই বাংলায় কংগ্রেস-তৃণমূলের সম্পর্ক আর জোড়া লাগছে না। প্রদেশ কংগ্রেস তাই তৃণমূলের সঙ্গে না গিয়ে সিপিএমের সঙ্গে জোট করতেই বেশি তৎপরতা দেখাচ্ছে।

তৃণমূলে যোগ দিচ্ছেন বিধায়ক! পঞ্চায়েতের আগে ফের কংগ্রেসে ভাঙন ধরালেন মমতা

[আরও পড়ুন:অনুব্রতর গড়ে ফের ভাঙন, পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল ছাড়লেন সহ সভাপতি][আরও পড়ুন:অনুব্রতর গড়ে ফের ভাঙন, পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল ছাড়লেন সহ সভাপতি]

অন্যদিকে বিরোধীদের বেহাল অবস্থায় তরতরিয়ে নিজেরে অবস্থান উন্নত করে নিচ্ছে বিজেপি। প্রকৃত অর্থে এই মুহূর্তে বিজেপি হয়ে উঠছে আক্ষরিক অর্থেই বিরোধী। কিন্তু খাতায় কলমে বিরোধী হয়েও কংগ্রেস লিলিপুটে পরিণত হচ্ছে ক্রমশ। এই পরিস্থিতিতে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের বিধায়ক গৌতম দাস আনুষ্ঠানিকভাবে যোগ দিতে চলেছেন তৃণমূল কংগ্রেসে।

সোমবার বালুরঘাটের জেলা কমিটির বৈঠকে তিনি তৃণমূলের পতাকা হাতে তুলে নেন। রাজ্যসভা ভোটের দিনেই এই আভাস মিলেছিল। গঙ্গারামপুরের কংগ্রেস বিধায়কের তৃণমূলে যাওয়ার রাস্তা মসৃণ হয়ে গিয়েছিল সেদিনই। নিজেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে তিনি তৃণমূলে যোগদানের ইচ্ছাপ্রকাশ করেছিলেন। এবার সেই ইচ্ছারই মর্যাদা দিয়ে তাঁকে তৃণমূলে বরণ করে নেওয়া হচ্ছে।

[আরও পড়ুন:বিজেপিতে মোহভঙ্গ নীতীশের! রামনবমীর হিংসায় ফের পরিবর্তনের বার্তা বিহারে ][আরও পড়ুন:বিজেপিতে মোহভঙ্গ নীতীশের! রামনবমীর হিংসায় ফের পরিবর্তনের বার্তা বিহারে ]

আর সেটা হচ্ছে সোমবার বালুরঘাটে তৃণমূলের দলীয় কর্মসূচিতেই। কেন তিনি দল ছাড়ছেন? কার বিরুদ্ধে তাঁর অভিযোগ? সে ব্যাপারে অবশ্য মুখ খোলেননি গৌতমবাবু। তিনি যা বলার তৃণমূলে যোগ দেওয়ার পর বলবেন বলে জানিয়েছেন। পঞ্চায়েত ভোটের আগে হঠাৎ করে বিধায়কের দলবদলে কংগ্রেস পড়েছে বিপাকে। এই অবস্থায় জেলায় কংগ্রেসের শক্তিক্ষয়ে কপালে চিন্তার ভাঁজ বাড়ছে প্রদেশ কংগ্রেস সভাপতির। তিনি তৃণমূল কংগ্রেসের এই দল ভাঙানোর রাজনীতির তীব্র নিন্দা করেছেন।

[আরও পড়ুন:ধাক্কা খেয়েও অঙ্গে জোট রক্ষার বার্তা, বঙ্গে মমতার সমালোচনায় মুখর শাহনওয়াজ][আরও পড়ুন:ধাক্কা খেয়েও অঙ্গে জোট রক্ষার বার্তা, বঙ্গে মমতার সমালোচনায় মুখর শাহনওয়াজ]

English summary
Congress MLA of Gangarampur in South Dinajpur Goutam Das joins in TMC. He wish to join in TMC to Mamata Banerjee
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X