For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একা লড়বে কংগ্রেস! রাহুলের সবুজ সংকেতে তিন দফার প্রার্থী ঘোষণার সম্ভাবনা

আসন্ন লোকসভায় ভেস্তে গিয়েছে বামফ্রন্ট ও কংগ্রেসের জোট। বামফ্রন্টের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের অভিযোগ তুলে রাজ্যে একলা চলার সিদ্ধান্ত নিয়েছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব।

Google Oneindia Bengali News

আসন্ন লোকসভায় ভেস্তে গিয়েছে বামফ্রন্ট ও কংগ্রেসের জোট। বামফ্রন্টের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের অভিযোগ তুলে রাজ্যে একলা চলার সিদ্ধান্ত নিয়েছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। প্রদেশের কংগ্রেসের সেই প্রস্তাবে সবুজ সংকেতও মিলেছে রাহুল গান্ধীর। এই অবস্থায় সোমেন মিত্রকে দিল্লিতে তলব করে সোমবারই প্রথম তিন দফার প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছে কংগ্রেস।

৪২টি আসনে প্রার্থী

৪২টি আসনে প্রার্থী

প্রদেশ কংগ্রেসের সভাপতি সোমেন মিত্র দফায় দফায় নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর জানিয়ে দেন, দলের অপমান মেনে নিয়ে জোট করা সম্ভব নয়। তাই জোট আলোচনা থেকে সরে এসে ৪২টি আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার এআইসিসি নির্বাচনী কমিটির সঙ্গে বৈঠকের পর প্রথম তিন দফার প্রার্থী ঘোষণা করে দেওয়া হতে পারে।

বাম সিদ্ধান্ত জোটের পরিপন্থী

বাম সিদ্ধান্ত জোটের পরিপন্থী

সোমেন মিত্র বলেন, রাজ্যে জোট নিয়ে যা হচ্ছে তা অসম্মানের। কংগ্রেস কোথায় প্রার্থী দিবে, কাকে প্রার্থী করবে, সবই কি ওরাই ঠিক করে দেবে নাকি। আমাদের না জানিয়ে যেভাবে ওরা ১৭টি আসন বাদ রেখে প্রার্থী ঘোষণা করে দিয়েছে, তা জোটের পরিপন্থী। সেই কারণেই আমরা একক লড়ার সিদ্ধান্ত নিয়েছি।

বাম কোর্টে বল কংগ্রেসের

বাম কোর্টে বল কংগ্রেসের

তিনি বলেন, জোটের স্বার্থে যতটা নমনীয় হওয়ার ততটা নমনীয় হয়েছি আমরা। রাজ্যে নিজের শক্তিতে কংগ্রেস তবু এক-আধটা আসন জিততে পারে, বামফ্রন্ট বা সিপিএম আমাদের সাহায্য ছাড়া একটি আসনও জিততে পারবে না। এই বার্তা দিয়ে তিনি কৌশলে বামেদের কোর্টে বল ঠেলে দিলেন।

অপমানিত কংগ্রেস, কড়া সিদ্ধান্ত

অপমানিত কংগ্রেস, কড়া সিদ্ধান্ত

উল্লেখ্য, সিপিএম রায়গঞ্জ ও মুর্শিদাবাদের প্রার্থী ঘোষণা কের দিয়েছিল আগেই। তারপর রাহুল গান্ধী ও সীতারাম ইয়েচুরির হস্তক্ষেপে যদিও রফাসূত্র বের হয়। তারপরও বামফ্রন্ট পছন্দের সিট ধরে রাখতে আগেভাগে প্রার্থী ঘোষণা করে দেয়। এতেই অপমানিত বোধ করে কংগ্রেস। সেইমতো রবিবার বৈঠকের পর একলা চলার সিদ্ধান্ত নেওয়া হয়।

[আরও পড়ুন: অনুব্রতর 'নকুলদানা'র পর কল্যাণের 'রসগোল্লা'-র তত্ত্ব! তৃণমূল সাংসদের মুখে কোন বার্তা ][আরও পড়ুন: অনুব্রতর 'নকুলদানা'র পর কল্যাণের 'রসগোল্লা'-র তত্ত্ব! তৃণমূল সাংসদের মুখে কোন বার্তা ]

জোটে গেল ভেস্তে, দায় সিপিএমের

জোটে গেল ভেস্তে, দায় সিপিএমের

জোট ভেস্তে যাওয়ার জন্য সোমেন মিত্র প্রকারান্তরে সিপিএমকেই দায়ী করেছে। তিনি বলেন, আমরা কোথায় প্রার্থী দেব, তা স্থির করে দিচ্ছে ওরা। এটা কি জোটের নমুনা। তিনি বলেন, ২০১৬ সালের ভোটের সংকীর্ণ মানসিকতার পরিচয় দিয়েছিল সিপিএম। জোট করেও তাঁরা কংগ্রেসের সঙ্গে বিরূপ মন্তব্য করতে পিছপা হয়নি। এ প্রসঙ্গে সুর্যকান্ত মিশ্র বলেছেন, এখন কোনও মন্তব্য করব না। কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণার পরই যা বলার বলব।

[আরও পড়ুন: মনোহর পার্রিকরকে নিয়ে স্মৃতিচারণায় অমিতাভ! লতা থেকে ভিকি কৌশল জানালেন শ্রদ্ধার্ঘ ][আরও পড়ুন: মনোহর পার্রিকরকে নিয়ে স্মৃতিচারণায় অমিতাভ! লতা থেকে ভিকি কৌশল জানালেন শ্রদ্ধার্ঘ ]

English summary
Congress may announce candidate for Lok Sabha election breaking alliance with Left front in West Bengal. Congress announces candidate for three phase,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X