For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলে যোগদান একাধিক ‘হেভিওয়েটে’র, একুশে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে কংগ্রেসীরা

তৃণমূলে যোগদান একাধিক ‘হেভিওয়েটে’র, একুশে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে কংগ্রেসীরা

Google Oneindia Bengali News

২০২১ বিধানসভা নির্বাচনের আগে শক্তি বাড়িয়ে নিল তৃণমূল। কংগ্রেস ভেঙে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে দুই শতাধিক নেতা-কর্মী যোগ দিলেন তৃণমূল কংগ্রেস। তৃণমূলে যোগদানকারীদের তালিকায় রয়েছেন কংগ্রেসের ওয়ার্কিং কমিটির একাধিক সদস্য ও সভাপতি-সহসভাপতি সহ একাধিক হেভিওয়েট নেতা।

ওমপ্রকাশ মিশ্রর হাত ধরে তৃণমূলে

ওমপ্রকাশ মিশ্রর হাত ধরে তৃণমূলে

মঙ্গলবার বালুরঘাটে কংগ্রেস ছেডে় তৃণমূলে যোগদান হয় একাধিক নেতার। ওমপ্রকাশ মিশ্রর হাত ধরে কংগ্রেসীরা আসেন তৃণমূলে। এই যোগদান অনুষ্ঠানে তৃণমূল শিক্ষা সেলের অন্যতম ওই নেতা ছাড়াও উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সভাপতি গৌতম দাস, চেয়ারম্যান শঙ্কর চক্রবর্তী প্রমুখ। তাঁরা পুরনো কংগ্রেসীদের স্বাগত জানান দলে।

কংগ্রেস ছেড়ে তৃণমূলে এলেন যাঁরা

কংগ্রেস ছেড়ে তৃণমূলে এলেন যাঁরা

এদিন যাঁরা কংগ্রেস ছেড়ে তৃণমূলে এলেন তাঁদের মধ্যে অন্যতম কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য ও সহ সভাপতি সুমিত দত্ত। এছাড়াও তৃণমূলে যোগ দিলেন ওয়ার্কিং কমিটির আরও এক সদস্য শুভজিৎকুমার দত্ত, ব্লক যুব কংগ্রেসের সভাপতি সঞ্জয় সূত্রধর। আইএনটিইউসির ব্যাঙ্ক ইউনিয়নের নেতা ছোটন ঘোষ।

কংগ্রেস নেতাদের সম্পর্কে গুড সার্টিফিকেট

কংগ্রেস নেতাদের সম্পর্কে গুড সার্টিফিকেট

ওমপ্রকাশ মিশ্র তৃণমূলে যোগদানকারী কংগ্রেস নেতাদের সম্পর্কে এদিন গুড সার্টিফিকেট দেন। তিনি বলেন, কংগ্রেস থাকাকালীন ওঁদের চিনি। ওঁরা মানুষের জন্য কাজ করতে চান। কংগ্রেসে থেকে কাজ করতে পারছিলেন না বলেই দল পরিবর্তন করলেন ওঁরা। তৃণমূলে এসে ওঁরা মানুষের জন্য কাজ করতে দায়বদ্ধ থাকবে।

তৃণমূলে যোগ দিয়ে বার্তা হেভিওয়েট নেতার

তৃণমূলে যোগ দিয়ে বার্তা হেভিওয়েট নেতার

তৃণমূলে যোগ দিয়ে যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি সুমিত দত্ত বলেন, গোটা দেশে কংগ্রেস বিজে্পির বিরুদ্ধে মাটি কামড়ে লড়াই জার রেখেছে। কিন্তু বাংলায় চিত্রটা সম্পূর্ণ উল্টো। এখানে প্রদেশ নেতৃত্ব বিজেপির বিরুদ্ধে আন্দোলোন চালিয়ে যেতে পারছে না অন্য রাজ্যের মতো। বরং এখানে বিজেপির বিরুদ্ধে আন্দোলনটা করছে তৃণমূল। সেই কারণেই আমরা তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলাম।

'রোগী হিসাবে সব রেকর্ড ভেঙে দিয়েছেন' দোষী সাব্যস্ত লালু! আরজেডি নেতাকে টার্গেট বিজেপির'রোগী হিসাবে সব রেকর্ড ভেঙে দিয়েছেন' দোষী সাব্যস্ত লালু! আরজেডি নেতাকে টার্গেট বিজেপির

English summary
Congress leaders join in TMC to fight against BJP in 2021 Assembly election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X