অন্ধ্র থেকে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে যাবতীয় খরচের আশ্বাস সোমেন মিত্রর
অন্ধ্রপ্রদেশে আটকে পড়া এ রাজ্যের ১৪০০ পরিযায়ী শ্রমিককে ঘরে ফিরত আনার জন্য রেল ভাড়া সহ যাবতীয় খরচ তিনি ব্যক্তিগতভাবে বহন করবেন, এই মর্মে রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। এই ১৪০০ শ্রমিকের পূর্ণাঙ্গ তালিকাও সোমেন বাবু মুখ্যমন্ত্রীকে পাঠিয়েছেন।

চিঠিতে সোমেন বাবু আরো উল্লেখ করেন যে, এর আগে ছত্তিসগড়ে আটকে পড়া শ্রমিকদের তালিকা রাজ্য সরকারকে দিলেও, সরকারের তরফে কোন উত্তরই পাওয়া যায়নি।

এ প্রসঙ্গে উক্ত চিঠিতে সোমেন মিত্র রাজ্যের মুখ্যমন্ত্রীকে আরো উল্লেখ করেন যে, অন্ধ্রপ্রদেশের এই শ্রমিকদের ব্যাপারে অহেতুক চাপান-উতর না করে অতি শীঘ্রই রাজ্যসরকার বলুন যে, তাঁরা এ ব্যাপারে কি করতে চান। এ বিষয়ে সমস্ত খরচ সোমেন বাবু ব্যক্তিগত ভাবে বহন করবেন বলে চিঠিতে বারম্বার উল্লেখ করেন।

করোনা নিয়ে ফের মুখ্যমন্ত্রীকে আক্রমণ রাহুল সিনহার