For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতাই ট্রেন চাইছেন না, প্রমাণ দিলেন অধীর! দাবি নিয়ে রাজ্যের পাশের থাকার বার্তা

মমতাই ট্রেন চাইছেন না, প্রমাণ দিলেন অধীর! দাবি নিয়ে রাজ্যের পাশের থাকার বার্তা

  • |
Google Oneindia Bengali News

এদিন বিকেলে মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্স করতে চলেছেন প্রধানমন্ত্রী। লকডাউন শুরু হওয়ার সময় থেকে পঞ্চমবার। লকডাউনের শিথিলতা, আগামী দিনের পরিকল্পনা কী তা নিয়ে মুখ্যমন্ত্রীরা কী ভাবছেন তা শুনতে চাইছেন প্রধানমন্ত্রী। লোকসভায় বিরোধী নেতা অধীর চৌধুরীর আশা প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলার সুযোগ সেখানে দেওয়া হবে।

পশ্চিমবঙ্গের সামনে বড় সুযোগ

পশ্চিমবঙ্গের সামনে বড় সুযোগ

বহরমপুরের সাংসদ তথা লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী মনে করেন, এই বৈঠক পশ্চিমবঙ্গের জন্য বলা, কওয়া, আদায় করার জন্য একটা বড় সুযোগ। বাংলার জন্য যা যা দরকার, সব কিছুর দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার দাবি জানিয়েছেন অধীর চৌধুরী।

পশ্চিমবঙ্গের অবস্থান নিয়ে কটাক্ষ

পশ্চিমবঙ্গের অবস্থান নিয়ে কটাক্ষ

কিন্তু রাজ্যের পরিযায়ীদের ফেরাতে পদক্ষেপ নেই রাজ্য সরকারের। অভিযোগ অধীর চৌধুরীর। রেলমন্ত্রক ঘোষণা করেছে প্রতিদিন ৩০০ টি করে শ্রমিক স্পেশাল ট্রেন চালানো হবে। এছাড়াও আরও ১৫ জোড়া করে ট্রেন দিল্লি থেকে চলবে। কিন্তু শ্রমিক ট্রেনের ৪৪ শতাংশ যাচ্ছে উত্তর প্রদেশে আর ৩০ শতাংশ যাচ্ছে বিহারে। এর অর্থ মমতা বন্দ্যোপাধ্যায় ট্রেন চাইছেন না। অধীর চৌধুরী মুখ্যমন্ত্রীর উদ্দেশে বলেছেন, তিনি(মমতা) চাইলে কোনও পরিযায়ী শ্রমিক বাইরে থাকবে না।

মুখ্যমন্ত্রী কাছে দাবি

মুখ্যমন্ত্রী কাছে দাবি

প্রধানমন্ত্রীর কাছে করা দাবি, মুখ্যমন্ত্রীর কাছেও করতে চান অধীর। তিনি বলেছেন, শ্রমিক ট্রেনের পাশাপাশি চিকিৎসার জন্য রাজ্যের বাইরে যাওয়া রোগীদের জন্য আলাদা করে ট্রেনের ব্যবস্থা করা যায় কিনা, তা সরকারের ভেবে দেখা উচিত। পরিযায়ীদের ফেরাতে আরও গুরুত্ব দিয়ে চিন্তাভাবনা করার পরামর্শ দিয়েছেন তিনি।

রাজ্যের দরকারে পাশে আছেন

রাজ্যের দরকারে পাশে আছেন

অধীর চৌধুরী বলেছেন, যদি কখনও মনে হয় কেন্দ্রের কাছে দাবি জানাতে সাহায্যের প্রয়োজন, তাহলে তিনি নিঃশর্তে সেই সহযোগিতা তিনি করবেনই না, তিনি প্রাণপনে বাংলার মানুষের স্বার্থে, পশ্চিমবঙ্গ সরকারের স্বার্থে যতদূর করা সম্ভব, তিনি করবেন বলে আশ্বাস দিয়েছেন।

করোনা উপসর্গ সামান্য হলে হোম আইসোলেশনে কীভাবে থাকবেন, নয়া গাইডলাইন জারি করল স্বাস্থ্যমন্ত্রককরোনা উপসর্গ সামান্য হলে হোম আইসোলেশনে কীভাবে থাকবেন, নয়া গাইডলাইন জারি করল স্বাস্থ্যমন্ত্রক

English summary
Congress leader Adhir Chowdhury claims CM Mamata Banerjee don't want to return migrant workers. If necessary he will help state Govt, said Adhir.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X