For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জল ও বিদ্যুতের দাবি নিয়ে এবার রাস্তা অবরোধে আব্দুল মান্নান

জল ও বিদ্যুতের দাবি নিয়ে এবার রাস্তা অবরোধে আব্দুল মান্নান

  • By অভীক
  • |
Google Oneindia Bengali News

এখনো বহু এলাকা বিদ্যুৎ হীন, রাস্তা অবরোধে আব্দুল মান্নান। জল ও বিদ্যুতের দাবি নিয়ে এবার রাস্তা অবরোধে নামলেন রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নান। আমপানের তান্ডবের পর কেটে গেছে ছয় ছয়টা দিন। তার সত্ত্বেও বিদ্যুৎ নেই, জল নেই বহু জায়গায়। বিধ্বংসী ঝড়ের পর বেশ কয়েকটি দিন পেরিয়ে গেলেও সি ইএস সি'র অপদার্থতার কারনে চরম ভোগান্তিতে সাধারন মানুষ। বিদ্যুতের দাবীতে বিক্ষোভ অবরোধ লেগেই রয়েছে নানা জায়গায়। এ বিষয়ে বহু মানুষ বারে বারে কংগ্রেস নেতা আব্দুল মান্নান কাছে অভিযোগ জানাচ্ছেন বলে মান্নানবাবু জানান। তাই বাধ্য হয়েই এবার মানুষের হয়ে রাস্তায় নামলেন তিনি।

জল ও বিদ্যুতের দাবি নিয়ে এবার রাস্তা অবরোধে আব্দুল মান্নান

মঙ্গলবার সকালে আব্দুল মান্নানের নেতৃত্বে শেওড়াফুলি ফাঁড়ি মোড় অবরোধ করে এলাকাবাসীরা। স্তব্ধ হয়ে যান যান চলাচল। একেবারে পুলিশ ফাঁড়ির সামনে এই অবরোধ শুরু হয়। ফলে দ্রুত পুলিশ এতে পরিস্থিতি সামাল দিতে গেলে পুলিশের সাথে বচসায় জড়িয়ে পরেন মান্নান।

এদিন অবস্থান-বিক্ষোভে বসে তিনি জানান, সাধারণ মানুষের কথা ভেবে পথ অবরোধ করেছি। রাস্তা অবরোধে তুলে দেওয়ার জন্য পুলিশের কোন অনুরোধই মান্নান বাবু শোনেন নি। জল বিদ্যুৎের দাবিতে একেবারে রাস্তায় চেয়ার পেতে বসে পরেন বিরোধী এই দলনেতা।

তিনি আরও বলেন, সহ্যের বাঁধ ভাঙছে মানুষের তাই পথে চাঁপদানীর কংগ্রেস বিধায়ক।

দেশের দরিদ্র ও পরিযায়ী শ্রমিকদের দুর্দশা সামনে আনতে অনলাইন প্রচারকে হাতিয়ার কংগ্রেসের দেশের দরিদ্র ও পরিযায়ী শ্রমিকদের দুর্দশা সামনে আনতে অনলাইন প্রচারকে হাতিয়ার কংগ্রেসের

English summary
congress leader abdul mannan sit in protest in howrah in demand of water and electricity
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X