For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এই সরকার যানেওয়ালা সরকার! রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীকে আক্রমণ আব্দুল মান্নানের

এই সরকার যানেওয়ালা সরকার! রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীকে আক্রমণ আব্দুল মান্নানের

  • |
Google Oneindia Bengali News

এই সরকার যানেওয়ালা সরকার। পুলিশ ও প্রশাসন কথা শুনছে না। এদিন চুঁচুড়ায় এমনটাই মন্তব্য করেছেন রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নান। তাঁর কটাক্ষ তৃণমূল সরকারে আছে কিন্তু ক্ষমতায় নেই। সব কিছু পুলিশই করছে বলে মন্তব্য করেছেন তিনি।

মন্ত্রী আর দফতর রেখে লাভ কী

মন্ত্রী আর দফতর রেখে লাভ কী

এদিন আব্দুল মান্নান প্রশ্ন করেন, মন্ত্রী আর দফতর রেখে লাভ কী? তাঁর মতে রাজ্যে প্রশাসন নির্বিকার হয়ে গিয়েছে। পুলিশ কথা শুনছে না। তিনি কটাক্ষ করে বলেন এই সরকার যানেওয়ালা সরকার।

রাজ্যে পুলিশ রাজ চলছে

রাজ্যে পুলিশ রাজ চলছে

বিরোধী দলনেতার অভিযোগ, রাজ্যে পুলিশ রাজ চলছে। কটাক্ষ করে তিনি বলেন, বিদ্যুৎ নেই কেন, পুলিশ ঠিক করবে। ত্রাণ নেই কেন, পুলিশ ঠিক করবে। কোনও পরিকল্পনা ছাড়াই সরকার চলছে বলে অভিযোগ করেন তিনি।

সুবিধা নিচ্ছে সরকার

সুবিধা নিচ্ছে সরকার

তিনি বলেন লকডাউনের জেরে বিরোধীরা রাস্তায় নেমে প্রতিবাদ করতে পারছে না। সাধারণ মানুষও প্রতিবাদে সামিল হতে পারছে না। তাঁর অভিযোগ এর সুবিধা নিচ্ছে সরকার। কঠিন পরিস্থিতিতে পারস্পরিক সহযোগিতার ওপর জোর দেন তিনি।

রাজ্যে লকডাউন নিয়ে ছেলে খেলা

রাজ্যে লকডাউন নিয়ে ছেলে খেলা

রাজ্যে লকডাউন নিয়ে ছেলে খেলা চলছে বলে অভিযোগ করেছেন আব্দুল মান্নান। তিনি বলেন, কখনই লকডাউন চলছে, আবার কখনও তা তুলে নেওয়া হচ্ছে। এটা ছেলে খেলা ছাড়া আর কিছু নয় বলে মন্তব্য করেন তিনি। আব্দুল মান্না বলেন, মানুষ এখন দিশেহারা। করোনায় আক্রান্ত হলে কোথায় ভর্তি হবেন, সাধারণ মানুষ তা বুঝতে পারছেন না।

ছত্রধর তৃণমূলের রাজ্য কমিটিতে ঠাঁই পেয়ে খুশি নন! জল্পনা বাড়ালেন একুশের আগেছত্রধর তৃণমূলের রাজ্য কমিটিতে ঠাঁই পেয়ে খুশি নন! জল্পনা বাড়ালেন একুশের আগে

English summary
Congress leader Abdul Mannan criticises Mamata Banerjee Govt and alleged dependence on Police
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X